সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

ইউক্রেন সংঘাত অবসানে পুতিনের ভরসা মোদী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম

ইউক্রেন সংঘাতের মধ্যে নিয়মিত যোগাযোগে থাকা তিনটি দেশের মধ্যে ভারতে অন্যতম হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে ওই তিন দেশের আন্তরিক প্রচেষ্টার কথাও স্বীকার করেছেন তিনি। 

আড়াই বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার পর এখন ইউক্রেনের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে রাশি। বৃহস্পতিবার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের (ইইএফ) দেওয়া বক্তৃতায় ভ্লাদিমির পুতিন বলেন, যদি ইউক্রেনের আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, তবে আমি এটি সহজতর করতে পারি।

পুতিন এমন সময় এই আলোচনার অবতারণা করলেন, যখন কয়েক সপ্তাহ আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে ঐতিহাসিক সফর এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।

তিন দেশের নাম উল্লেখ করে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বলেন, এই বিরোধ সমাধানে যারা সত্যিকার অর্থে কাজ করছে আমাদের সেই বন্ধু ও অংশীদারদের আমরা সম্মান করি; বিশেষ করে চীন, ব্রাজিল ও ভারত। আমি এই বিষয়ে আমার তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি। 

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে সংঘাত বন্ধে আলোচনার প্রসঙ্গ তুলে পুতিন বলেন, রাশিয়া কখনোই শান্তি আলোচনার বিরোধিতা করেনি। সেটা সংঘাতের শুরু থেকেই। 

তিনি বলেন, আমরা কি তাদের (ইউক্রেন) সাথে আলোচনা করতে প্রস্তুত? কখনোই তো এটি প্রত্যাখ্যান করিনি। তবে কিছু ক্ষণস্থায়ী দাবির ভিত্তিতে নয়। আলোচনা হতে হবে ইস্তাম্বুলে হওয়া সেই সম্মতি ও নথিগুলির ভিত্তিতে। 

রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, সংঘাত সমাধানে ভূমিকা রাখতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, সব পক্ষের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে। 

এক বিবৃতিতে রাশিয়ান প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে সংলাপের সুবিধার্থে ভূমিকা রাখতে পারে ভারত। মোদী ও পুতিনের মধ্যে রয়েছে 'অত্যন্ত গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ' সম্পর্ক। 

পেসকভ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী বিরোধে সরাসরি জড়িতদের কাছ থেকে সরাসরি তথ্য পেতে পারেন। কারণ, তিনি পুতিন, জেলেনস্কি ও আমেরিকানদের সঙ্গে অবাধ যোগাযোগ রক্ষা করেন। 

আর এই প্রভাব কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনকে বৃহত্তর রাজনৈতিক ইচ্ছা গ্রহণ করতে এবং শান্তি আলোচনার দিকে এগিয়ে যেতে নরেন্দ্র মোদী উৎসাহিত করতে পারেন বলেও মনে করছেন পুতিনের মুখপাত্র। 

তবে তিনি এও বলেছেন যে, চলমান সংঘাত মধ্যস্থতা করার জন্য নরেন্দ্র মোদীর কাছে বর্তমানে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। পেসকভ বলেন, এই মুহূর্তে, সংঘাত বন্ধের উদ্যোগ আসার সম্ভাবনা নেই। কারণ, আমরা আলোচনার উপযোগী কোনো শর্ত এখন আমরা দেখছি না।

গত ২৩ আগস্ট ইউক্রেন সফরের সময় জেলেনস্কিকে রাশিয়ার সাথে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি উভয় দেশের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে আর দেরি করা উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন। মোদী নিশ্চিত করেছিলেন যে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে শান্তি পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত রয়েছে ভারত। 

সম্প্রতি নরেন্দ্র মোদীর নয় ঘণ্টার ইউক্রেন সফর ছিলো ঐতিহাসিক। ১৯৯১ সালে দেশটির স্বাধীনতার পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফর করেন। অবশ্য ওই সফরে কয়েক সপ্তাহ আগেই পুতিনের সঙ্গে মোদীর বৈঠক হয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলো পশ্চিমা কয়েকটি দেশ। 

কিয়েভে জেলেনস্কির সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদী আশ্বস্ত করেন যে, সংঘাতের শুরু থেকেই শান্তি প্রক্রিয়া সমর্থন করেছে ভারত। এছাড়া এই সংকটের একটি সমাধান খুঁজে পেতে ব্যক্তিগতভাবে অবদান রাখারও ইচ্ছা প্রকাশ করেন তিনি।

আরবি
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কয়েকটি হামলার পরদিন, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে রাতভর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এসব ঘটনায় এক ব্যক্তি নিহত ও দুই জন আহত হয়েছে।
এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ না করলে বাড়তি কর, মাশুল, নিষেধাজ্ঞা জারি হবে রাশিয়ার ওপর।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বর্তমানের বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ও ল্যান্ডমাইন দেয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত