সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

দেড় বছরে ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম

১৫ মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে গাজায়। সহিংসতা অবসানের জন্য ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। কিন্তু এরই মধ্যে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার ক্ষয়ক্ষতি আর প্রাণহানির প্রকৃত চিত্র এখনো জানতে পারেনি গোটা বিশ্ব। বলা হচ্ছে সঠিক পরিসংখ্যান হবে ভয়াবহ।

তবে ইসরাইলের আগ্রাসনে গাজায় প্রাণহানির একটি চিত্র তুলে ধরেছে গাজার সরকারি তথ্য অফিস। জানিয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ৬১ হাজার ৭০৯ জন। নিখোঁজ কয়েক হাজার মানুষকে নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করায় এ সংখ্যা দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

সোমবার গাজা সরকারের তথ্য বিভাগের প্রধান সালামা মারুফ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার। এরইমধ্যে ইসরাইলের হামলায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রায় ১৪ হাজার দুই’শ ২২ ফিলিস্তিনি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অথবা সেসব জায়গায় উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেননি। এছাড়া, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১টি শিশু, যার মধ্যে ২১৪টি নবজাতক রয়েছে। একইসাথে ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন।

গাজা সিটিতে আল-শিফা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ শিশু রয়েছে। ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকে ২৫ বারেরও বেশি স্থানান্তরের শিকার হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

গাজায় হতাহতের নতুন পরিসংখ্যানটি এমন এক সময়ে এল যখন ইসরাইল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। গত ১৫ মাসের আগ্রাসনের সাময়িক বিরতি বলা যায় একে। চলমান যুদ্ধবিরতি আগামী মার্চের শুরু পর্যন্ত চলতে পারে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

যুদ্ধ বন্ধের একটি স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হওয়া এর লক্ষ্য। মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই আলোচনার সূচনা করছে। তবে দেশগুলো যদি ইসরাইল ও হামাসের মধ্যে আরেকটি চুক্তি করাতে ব্যর্থ হয় তবে মার্চে আবারও যুদ্ধ শুরু হতে পারে।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয় ২৫০ জনকে। এর প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা চালায় ইসরাইল। দেড় বছর ধরে স্থল ও বিমান হামলায় গাজা এখন প্রায় বিরানভূমি।

গত মাসে হামাস ও ইসরাইলের মধ্যে বহুল প্রতীক্ষিত সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। আগামী মাসের শুরু পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। এই সুযোগে গাজার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযানে নেমেছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা। মানবিক ও চিকিৎসার দায়িত্বে নিয়োজিত দলগুলো পুনরুদ্ধারের কাজে নেমেছে।

এআরএস
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০৪ জন।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। ভয়াবহ এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৪২ জন।
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা "সব রকমের সম্ভাবনার" জন্য প্রস্তুত এবং "উচ্চ সতর্কতা" বজায় রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও গাজার অধিবাসীদের হুমকি দিয়েছেন।
এবার দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ (প্রকাশনার অনুমতি) পেয়েছেন পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান। ১৮ বছর পর পত্রিকাটি ফিরে পেলেন তিনি।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০৪ জন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ আত্মসাতের অভিযোগে বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত