সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

এক কোটি ৩১ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:২১ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে প্রায় এক কোটি ৩১ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

তবে ঝড় দমকা হাওয়া ও বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের সংযোগ দিতে প্রয়োজনীয় লোকবল প্রস্তুত রাখা হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকদের সিংহভাগই পল্লী বিদ্যুৎ সমিতির। টাকা। বেলা দুইটা পর্যন্ত বিদ্যুৎবিহীন গ্রাহক সংখ্যা এক কোটি ছাব্বিশ লক্ষ উনআশি হাজার। 

আর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎহীন গ্রাহক সংখ্যা চার লক্ষ তিপ্পান্ন হাজার একশ। তবে ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়ায় মহেশখালীতে সমুদ্রে এলএনজি টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। 

ঝড়ের প্রভাবে কমে আসায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ এক হাজার ১০০ এমএমসিএফডিতে উন্নীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘুর্ণিঝড়ে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টা তদারকি করা হচ্ছে। 

আর বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য ওজোপাডিকো ও পল্লী বিদ্যুতের প্রয়োজনীয় লোকবল ও মালামালসহ প্রস্তুত রয়েছে। ঝড় বা বাতাস কমার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। এর মধ্যে ৬৫টি সমিতিতে সংযোগ আংশিক বা সম্পূর্ণ বন্ধ আছে। 

আর ঘূর্ণিঝড়প্রবণ এলাকার ৩০ টি সমিতিতে রিমালের আঘাতে প্রাথমিক ক্ষয়-ক্ষতির মধ্যে রয়েছে- পোল নষ্ট দুই হাজার ৩৯২টি, ট্রান্সফরমার নষ্ট এক ৯৮২টি, স্প্যান (তার ছেঁড়া) ৬২ হাজার ৪৫৪টি এবং মিটারে ভেঙেছে ৪৬ হাজার ৩১৮টি।

এদিকে ওজোপাডিকোর প্রাথমিক ক্ষয়-ক্ষতির তথ্যে জানানো হয়েছে-পোল নষ্ট (২০টি), পোল হেলে পড়েছে ১৩৫টি, তার ছিড়ে গেছে ২৪ কিলোমিটার। 

আরবি
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের সাত জেলায় ১৬ জনের মৃত্যুসহ বিধ্বস্ত হয়েছে উপকূল ও এর আশপাশে ১৯ জেলার প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি। ঝড়ে ঘর হারানো এই মানুষগুলোর জন্য আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ...
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের ২০ জেলায় ছয় হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর সুন্দরবন থেকে আরও ৪৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গেলো তিনদিনে সুন্দরবন থেকে মৃত অবস্থায় ৯৬টি হরিণ এবং দু’টি বন্য শূকর উদ্ধার করে বন বিভাগ। 
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত সুন্দরবনে বিভিন্ন স্থান থেকে আরও ১৫টি হরিণ এবং একটি শূকরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত