সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

নারীর প্রতি সহিংসতা কমাতে দরকার রাষ্ট্রের তিন প্রতিষ্ঠানের উদ্যোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম

পরিবার, সমাজ ও রাষ্ট্র; এই তিন প্রতিষ্ঠান সচেতনভাবে কাজ করলেই কেবল নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ও ধর্ষণ রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিবারে নারীর মর্যাদা নিশ্চিত করা এবং সহিংসতায় জড়িত পুরুষদের সচেতন করা গেলে নারী নির্যাতন কমানো সম্ভব নয়।

মানসিক স্বাস্থ্য এবং নৃবিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, নারী সহিংসতা প্রতিরোধে ছোটবেলা থেকেই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবক্ষেত্রেই ছেলে শিশুদের সচেতন করার কাজ করতে হবে। নারীর প্রতি সম্মানবোধ ছোটবেলা থেকে না শিখলে, বড় হয়ে গেলে শেখানো সম্ভব নয় বলে মনে করেন তারা।

কিছু দিন আগেই রাজধানীর বনশ্রীতে নিজ বাসার সামনে হেনস্তা ও নির্যাতনের শিকার হন রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হবার পর পর গ্রেপ্তার হয় তিন তরুণ। অথচ, এই তরুণদের একজনের পরিবার বিষয়টি জানার পরও নির্লিপ্ত ছিলো। আর এভাবেই অপরাধীর পরিবারও হয়ে ওঠে নারী নির্যাতনের সহায়ক।

এই প্রসঙ্গে টেনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. শাহানা পারভীন প্রশ্ন রাখেন, কেনো এই তরুণরা নারীর প্রতি সহিংস হয়ে উঠছে? তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় নারী নির্যাতন প্রতিরোধের সব কর্মসূচি কেবল নারীকে কেন্দ্র করে। কিন্তু ঘরে-বাইরে বা সমাজে নারীর প্রতি পুরুষের আচরণ কেমন হওয়া উচিত তা নিয়ে কোন কাজ হয় না।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, নারী অধিকারের আন্দোলনকে মৌলিকভাবে পুরুষের আন্দোলনে পরিণত করা না গেলে বাস্তবে নারীর অধিকার রক্ষা করা কঠিন। কারণ সংশোধনটা দরকার প্রথমে পুরুষের। আর সেখানে আরও বেশি কাজ করা উচিত।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ব্রেকিং দ্যা সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা বলেন, জেন্ডার নিয়ে আলোচনা উঠলেই পুরুষরা এটিকে কেবল নারীর বিষয় বলে গণ্য করেন। এই মনোভাব পরিবর্তনের সময় এসেছে। পরিবার ও সমাজে পুরুষকে অবশ্যই সক্রিয় কর্তা হিসেবে কাজ করতে হবে। তবেই কমবে নারীর প্রতি সহিংসতা।

 

এআরএস
এপ্রিলের গরম আর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে আবারও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। কীটতত্ববিদরা বলছেন, গরম ও হালকা বৃষ্টির পরিবেশ এডিস মশাদের বংশ বৃদ্ধিতে সহায়ক।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে ১৪৩২ বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ কর্তৃপক্ষ বলছে, চব্বিশের চেতনা ধারণ করেই এবারের আয়োজন...
পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সামনে এসময় ৪০ বছরও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।...
বাংলাদেশ যে স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি চর্চা শুরু করেছে প্রধান উপদেষ্টার চীন সফর সেটির বড় উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত