সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

এনআইডির পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করলো ইসি

আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:১৩ পিএম

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার মো. শহীদুর রহমানের সই করা পাঁচটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপ-পরিচালক পদে এই আট কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, এনআইডির পরিচালক মো. আব্দুল হালিম খানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। আর ইটিআইয়ের পরিচালক মো. রফিকুল ইসলাম হয়েছেন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বদলি করে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখার উপসচিব করা হয়েছে এবং সেই পদে থাকা মো. সাইফুল ইসলামকে এনআইডির পরিচালক করা হয়েছে।

এছাড়া, এনআইডির উপ-পরিচালক মো. রশিদ মিয়াকে বদলি করে কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ইটিআইয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এনআইডির উপ-পরিচালক এবং এনআইডির উপ-পরিচালক মো. তকদির আহমেদকে মাদারীপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের উপ-সচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকে এনআইডির উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই তালিকায় থাকা মো. রশিদ মিয়া এবং আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এর আগেও বদলি করা হলেও তারা সেই নতুন কর্মস্থলে যোগ দেননি। গত বছরের ১৪ অক্টোবরও তাদের বদলি করা হয়েছিলো, তবে তারা ঢাকায় থেকে গিয়েছিলেন।

এ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রশাসনিক সিদ্ধান্ত। যাদের বদলি করা হয়েছে, সেটি বাস্তবায়ন হবে। প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক ধারায় এই রদবদল হয়েছে এবং তা বাস্তবায়নের বিষয়টিও নির্বাচন কমিশনের দায়িত্ব।

আরবিএস
যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্সসহ বিশ্বের আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত তিন সংসদ নির্বাচন ‘সুন্দর, গ্রহণযোগ্য’ হয়েছে বলে সাফাইকারী বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অনুমোদন দেবে না নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ১৪৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিনটি দলের একাধিক আবেদন রয়েছে। সেই হিসেবে মোট ১৪৪টি দলের আবেদন জমা পড়েছে।
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
জুলাই অভ্যুত্থানের মহত্ত্ব ও গুরুত্বকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযথ মর্যাদা দেয়। কিন্তু জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর দেয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত