সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

এনআইডির পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করলো ইসি

আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:১৩ পিএম

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) পরিচালকসহ আট কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার মো. শহীদুর রহমানের সই করা পাঁচটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে পরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপ-পরিচালক পদে এই আট কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, এনআইডির পরিচালক মো. আব্দুল হালিম খানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। আর ইটিআইয়ের পরিচালক মো. রফিকুল ইসলাম হয়েছেন বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বদলি করে নির্বাচন কমিশনের সাধারণ সেবা শাখার উপসচিব করা হয়েছে এবং সেই পদে থাকা মো. সাইফুল ইসলামকে এনআইডির পরিচালক করা হয়েছে।

এছাড়া, এনআইডির উপ-পরিচালক মো. রশিদ মিয়াকে বদলি করে কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ইটিআইয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এনআইডির উপ-পরিচালক এবং এনআইডির উপ-পরিচালক মো. তকদির আহমেদকে মাদারীপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের উপ-সচিব (চলতি দায়িত্ব) সালাহউদ্দীন আহমদকে এনআইডির উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই তালিকায় থাকা মো. রশিদ মিয়া এবং আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে এর আগেও বদলি করা হলেও তারা সেই নতুন কর্মস্থলে যোগ দেননি। গত বছরের ১৪ অক্টোবরও তাদের বদলি করা হয়েছিলো, তবে তারা ঢাকায় থেকে গিয়েছিলেন।

এ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এটি প্রশাসনিক সিদ্ধান্ত। যাদের বদলি করা হয়েছে, সেটি বাস্তবায়ন হবে। প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক ধারায় এই রদবদল হয়েছে এবং তা বাস্তবায়নের বিষয়টিও নির্বাচন কমিশনের দায়িত্ব।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন্স (ব্যালট) প্রকল্পে...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র সংস্কার করতে চার সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যেই ভোটার তালিকা তৈরি, সীমানা নির্ধারণ আর ব্যালট পেপার ছাপার প্রস্তুতির কাজ বেশ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সরকারিসহ সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সিলেটে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত