সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

বিশ্ব রক্তদাতা দিবস ২০২২

৯৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেড ক্রিসেন্টের সম্মাননা প্রদান

আপডেট : ১৪ জুন ২০২২, ০৭:১৮ পিএম

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদাতা ৭২ ব্যক্তি এবং ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পাঁচটি ক্যাটাগরিতে ৯৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবছর সম্মাননা প্রদান করা হয়। 

এর মধ্যে ব্যক্তি পর্যায়ে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাবকে। আর প্রতিষ্ঠান পর্যায়ে এসওএস শিশু পল্লী, নটরডেম কলেজ, বেপজা, ঢাকা কমার্স কলেজ, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়, ব্যাংক এশিয়া, রেড ক্রিসেন্ট ঢাকা জেলা, ঢাকা সিটি, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ ইউনিটসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।  

আরও পড়ুন: করোনা সংক্রমণ বেড়ে যাবার কারণ এখনো অজানা

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন সোসাইটির বোর্ড সদস্য ডা. রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড সদস্য মো. আতিকুল হক শামীম ও সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। 

image

সম্মাননা প্রদান শেষে ডা. রোকেয়া সুলতানা বলেন, 'একজন সুস্থ মানুষ প্রতি চার মাস পর পর রক্তপ্রদান করতে পারে'। এসময় রক্তপ্রদানের মাধ্যমে মুমূর্ষু ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, 'প্রতি বছর দুই লাখ ব্যাগ রক্ত প্রদানের সক্ষমতা রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যা দেশের মোট রক্তের চাহিদার ১১ শতাংশ। রক্তপ্রদানে সাধারণ মানুষকে উৎসাহিত করে রক্তদান কার্যক্রম আরো বেগবান করার মধ্য দিয়ে এই হার আমরা ২৫ শতাংশে উন্নীত করতে চাই।'

যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্ত প্রদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করাই এ সম্মাননার উদ্দেশ্য বলে জানান সোসাইটির ব্লাড প্রোগ্রাম বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। 

image

ব্লাড বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আলোচনায় আরো অংশ নেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দৌলতুজ্জামান, আইএফআরসির কোভিড-১৯ প্রোগ্রামের ম্যানেজার আলী আকগুল ও রেড ক্রিসেন্টের জাতীয় ইয়থ কমিশনের প্রধান ইফতেখার হোসেন ইমুসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা। এসময় সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

'রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান' প্রতিপাদ্যে এবছর সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীরও আয়োজন করে।


একাত্তর/এআর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করার জন্য ষষ্ঠবারের মতো ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’ অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে।
আগামী ২২, ২৩ ও ২৪ মে রাজধানীর বসুন্ধরায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৫’...
রাজধানী নারিন্দায় ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহর (রহ.) ১৫৫তম পবিত্র ওরস মোবারক পালিত হয়েছে। 
সার্ক সার্জিক্যাল সোসাইটির ‘আইকন অব সার্জারি’ সম্মাননা পেয়েছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত