সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

এবার ট্রাইব্যুনালে নেয়া হচ্ছে মামুন-জিয়াসহ সাবেক আট কর্মকর্তাকে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০২:১১ পিএম

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসানসহ আট সাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই ৮ জনকে দ্বিতীয় বারের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে তোলা হবে।

যাদেরকে হাজির করা হবে তারা হলেন সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানা সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলা সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।

বুধবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর, প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হবে।

আটজনের মধ্যে গণহত্যার মামলায় জসিম উদ্দিনকে গেলো ৩০ অক্টোবর ও শাহিদুল ইসলাম ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হলে, ট্রাইব্যুনাল দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ছয়জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে আগে থেকেই কারাগারে আছেন।  গত ২৭ অক্টোবর ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এদিকে বুধবার অভিযুক্তদের আদালতে প্রবেশের সময় ট্রাইব্যুনালের এজলাশ কক্ষ এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে।  মঙ্গলবার সুপ্রিমকোর্ট ও ট্রাইব্যুনালের নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বে থাকা এডিশনাল এএসপি মিনহাজুল ইসলাম ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এসময় তিনি ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে প্রসিকিউটরদের সঙ্গেও আলাপ করেন।  প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, বুধবার অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আদালতের হাজিরের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটে কিংবা অভিযুক্তরাও যাতে এমন কোনো কাজ না করে যাতে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন প্রশ্নের মুখে পরেন সেজন্য ট্রাইব্যুনালে নিরাপত্তার আরও জোরদার করা হবে।

একাত্তর/আরএ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন সাবেক জামায়াত নেতা আবু ইউসুফ। আদালতের নির্দেশে তার সেই মামলা এখন স্থগিত। জামিনে মুক্ত...
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার এক কারাবন্দি মারা গেছেন। বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর...
মানবতাবিরোধী অপরাধের দায়ে পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর...
এখন কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল। তারা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে  চায়। 
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপারখালের বনাঞ্চলে লাগা আগুন নিভেছে। তবে নতুন করে ওই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় আগুনের খবর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য,...
সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমিয়েছে। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত