জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসানসহ আট সাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই ৮ জনকে দ্বিতীয় বারের মত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে তোলা হবে।
যাদেরকে হাজির করা হবে তারা হলেন সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানা সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলা সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।
বুধবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর, প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হবে।
আটজনের মধ্যে গণহত্যার মামলায় জসিম উদ্দিনকে গেলো ৩০ অক্টোবর ও শাহিদুল ইসলাম ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হলে, ট্রাইব্যুনাল দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ছয়জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে আগে থেকেই কারাগারে আছেন। গত ২৭ অক্টোবর ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এদিকে বুধবার অভিযুক্তদের আদালতে প্রবেশের সময় ট্রাইব্যুনালের এজলাশ কক্ষ এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। মঙ্গলবার সুপ্রিমকোর্ট ও ট্রাইব্যুনালের নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বে থাকা এডিশনাল এএসপি মিনহাজুল ইসলাম ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।
এসময় তিনি ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে প্রসিকিউটরদের সঙ্গেও আলাপ করেন। প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, বুধবার অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আদালতের হাজিরের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটে কিংবা অভিযুক্তরাও যাতে এমন কোনো কাজ না করে যাতে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন প্রশ্নের মুখে পরেন সেজন্য ট্রাইব্যুনালে নিরাপত্তার আরও জোরদার করা হবে।