সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

এবার ৫৮০ টাকায় গরুর মাংস বিক্রির ব্যতিক্রম উদ্যোগ 

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:৫৫ পিএম

‘অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা’ থেকে ভোক্তাদের স্বস্তি দিতে এবার কম মূল্যে গরুর মাংস বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কাউন্সিলর।

রোজার মাসে রাজধানীতে মাংস ব্যবসায়ীরা যখন গরুর মাংস সাড়ে সাতশ’ থেকে আটশ’ টাকায় বিক্রি করছেন, তখন দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। 
লালবাগের এই কাউন্সিলর নিজ উদ্যোগে ৫৮০ টাকা কেজি দরে মাংস বিক্রির ব্যবস্থা করেছেন। শুধু লালবাগ বা আজিমপুর নয়, রাজধানীর যেকোনো এলাকার মানুষই হতে পারবেন সেখানকার ক্রেতা।

হাসিবুর রহমান মানিক বলেন, এ সেবা যদি পর্যায়ক্রমে সব ওয়ার্ডেই চালু করা যায় তাহলে, মানুষেরই নাগালে থাকবে গরুর মাংস।

দুএকটি ব্যতিক্রম ছাড়া রাজধানীর সব জায়গাতেই গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা কেজি দরে। এর মধ্যে ৫৯৫ টাকা কেজিতে মাংস বিক্রি করে সাড়া ফেলে দিয়েছেন উত্তর শাহজাহানপুরের ব্যবসায়ী খলিলুর রহমান।

আর এসবের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, নিজ উদ্যোগে লালবাগ, আজিমপুর, রসুলবাগ এলাকায় ৫৮০ টাকা কেজি দরে গরুর মাংস শুরু করেছেন প্রথম রমজান থেকে।

তার কাছ থেকে একেকজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি মাংস কিনতে পারছেন। আগের দিন টাকা নিয়ে পরদিন চাহিদা অনুযায়ী গরু জবাই করে মাংস বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও।

কাউন্সিলর মানিক বলেন, রোজার সময় কিছু অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করে তোলে। সারাদেশের জনপ্রতিনিধিরা যদি উদ্যোগী হয় তাহলে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে মনে করেন তিনি।

মানিকের এই উদ্যোগ চালু থাকবে পুরো রোজার মাস জুড়েই। ক্রেতার চাহিদা অনুযায়ী, গরুর সংখ্যাও বাড়ানো হবে বলে জানান এই কাউন্সিলর।

আরবি
মাংসের বাজার অস্থির রমজান শুরুর আগ থেকই। এরমধ্যেই কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন ব্যবসায়ী খলিলুর রহমান। রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেন তিনি। এতে...
প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাজারের চেয়ে কম দামে গরুর মাংস, দুধ, ডিম বিক্রি শুরু করায় স্বস্তির পাওয়ার কথা জানালেন সাধারণ মানুষ। তারা বলছেন, ঊর্ধ্বগতির বাজারে রমজানে কম দামের এই পণ্য বিক্রি কার্যক্রম...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নূরের নবী ভূইয়াঁ রাজু। আজ ৯ মার্চ অনুষ্ঠিত ওয়ার্ডটির কাউন্সিলর পদে উপনির্বাচনে নূরের নবী ভূইয়াঁ রেডিও...
রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে রাজধানীর ৩০টি স্থা‌নে গরুর মাংস ৬০০ টাকা দ‌রে বি‌ক্রি করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে এক জন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ‘ধারাবাহিক বিমান হামলা’ চালাচ্ছে ইসরাইল।
সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত