বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশ করেছেন সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান তারা।
সমাবেশে ‘গণগ্রেপ্তার’-এর নিন্দা জানান চিকিৎসক-শিক্ষার্থীরা। ছাত্রদের হয়রানি করা হচ্ছে দাবি করে, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তিরও দাবি জানিয়েছেন তারা।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে ঢাকা মেডিক্যাল পর্যন্ত মিছিল করেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।