রাজবাড়ীর বালিয়াকান্দিতে রেলস্টেশন থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) টিটুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে মৃত ব্যক্তির ঠিকানা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তার নাম শহিদুল বলে জানা গেছে। তিনি বিভিন্ন এলাকায় কৃষিকাজে কামলা দিয়ে রাতে এসে রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘুমাতেন।
একাত্তর/জো