সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে মারলো কিশোর গ্যাং

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।

নিহত হাসিবুল ইসলাম (৪০) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আ. হাইয়ের ছেলে। তিনি ওই এলাকার হানিফের বাড়িতে থেকে মামনি ফার্মেসিতে ওষুধ ব্যবসা করতেন।

হামলায় আহতরা হলেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), হাসিবের শ্যালকের বউ ছালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও বন্ধু জাহিদুল ইসলাম শিমুল (৩৫)।

হামলাকারীরা ভুক্তভোগীদের মারধর করে স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দিনগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার কেওয়াপশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, বুধবার দিনগত রাতে ঢাকা থেকে প্রাইভেটকারে তারা বাসার সামনে নামে। এসময় স্থানীয় রুবেলসহ সাত থেকে আট জনের কিশোর তাদের ওপর হামলা করে। গলা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

তিনি জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলোপাতাড়ি মারপিট করে সবাইকে আহত করে। মারপিটের এক পর্যায়ে তার স্বামী মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতাল ও পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

একাত্তর/আরএ
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এপিসি কার ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি বুধবার (১৬ জুলাই)।
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত