গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
নিহত হাসিবুল ইসলাম (৪০) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আ. হাইয়ের ছেলে। তিনি ওই এলাকার হানিফের বাড়িতে থেকে মামনি ফার্মেসিতে ওষুধ ব্যবসা করতেন।
হামলায় আহতরা হলেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), হাসিবের শ্যালকের বউ ছালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও বন্ধু জাহিদুল ইসলাম শিমুল (৩৫)।
হামলাকারীরা ভুক্তভোগীদের মারধর করে স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দিনগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার কেওয়াপশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, বুধবার দিনগত রাতে ঢাকা থেকে প্রাইভেটকারে তারা বাসার সামনে নামে। এসময় স্থানীয় রুবেলসহ সাত থেকে আট জনের কিশোর তাদের ওপর হামলা করে। গলা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
তিনি জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলোপাতাড়ি মারপিট করে সবাইকে আহত করে। মারপিটের এক পর্যায়ে তার স্বামী মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতাল ও পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।