শেরপুরে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো -গ্রামের রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১১)।
লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোখলেছ আলী জানান, শনিবার দুপুরে বৃষ্টি শুরু হলে যমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। তবে, ততক্ষণে তাদের মৃত্যু হয়।
সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু খবর পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে জানা হচ্ছে।