সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

টাকা গোনার মেশিনসহ বিকাশ-নগদে টাকা হাতানো দুই জন গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:১৪ পিএম

গাইবান্ধায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১১ লাখ টাকা, অনেকগুলো সিম কার্ড, টাকা গোনার মেশিন, মাদকসহ হ্যাকিংয়ের বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) মধ্যরাত থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত জেলা গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বিশ্বনাথপুর গ্রামের মাসুম বিল্লাহ। তিনি হ্যাকার হিসেবে পরিচিত। অন্যজন একই গ্রামের সিরাজুল ইসলাম।

গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) গ্রাহকসহ অসহায়, দরিদ্র পরিবারের বিভিন্ন ভাতাভোগী হিসাব নাম্বার হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সেনা ক্যাম্প জানায়, অভিযানে মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ চার হাজার ৪৯২ টাকা, দুই হাজার ২৫৪টি সিম কার্ড, সিসি ক্যামেরা, দুটি হার্ড ডিক্স, সাতটি মোবাইল ফোন, টাকা গোনার মেশিন, ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস জব্দ করা হয়েছে।

একাত্তর/এসি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ চার চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকে।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বজ্রপাতে মারা গেছে তিনটি গরুও।
গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর জেল গেটে আবারও গ্রেপ্তার করা হয়েছে আওয়া মীলীগ নেতা খান মো. সাঈদ হোসেন জসিমকে। 
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত