গাইবান্ধায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১১ লাখ টাকা, অনেকগুলো সিম কার্ড, টাকা গোনার মেশিন, মাদকসহ হ্যাকিংয়ের বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ জুন) মধ্যরাত থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত জেলা গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বিশ্বনাথপুর গ্রামের মাসুম বিল্লাহ। তিনি হ্যাকার হিসেবে পরিচিত। অন্যজন একই গ্রামের সিরাজুল ইসলাম।
গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, তারা দীর্ঘদীন থেকে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) গ্রাহকসহ অসহায়, দরিদ্র পরিবারের বিভিন্ন ভাতাভোগী হিসাব নাম্বার হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সেনা ক্যাম্প জানায়, অভিযানে মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ চার হাজার ৪৯২ টাকা, দুই হাজার ২৫৪টি সিম কার্ড, সিসি ক্যামেরা, দুটি হার্ড ডিক্স, সাতটি মোবাইল ফোন, টাকা গোনার মেশিন, ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইস জব্দ করা হয়েছে।