মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে গোপন এক কবরের সন্ধান মিলেছে। সেখান থেকে অন্তত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে।
ওই রাজ্যের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে গুয়াতেমালার নিকটবর্তী কৃষি অঞ্চল ফ্রেইলেস্কায় স্থিতিশীলতা পুনরুদ্ধারে পরিচালিত অভিযানের বিস্তারিত বিবরণ দিয়েছেন।
তিনি বলেছেন, অঞ্চলটি প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়ে পড়েছে।
বার্তা সংস্থা এএফপি রামিরেজের বরাতে বলেছে, দুর্ভাগ্যবশত, দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখন পর্যন্ত ১৫টি লাশ পাওয়া গেছে। অস্ত্র, যানবাহন এবং মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চার জনকে।
মেক্সিকোর মাদক কারবারি চক্রের সহিংসতা মাদক পাচারের রুট, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলো বা তার আশেপাশে হয়ে থাকে। দেশটি ২০০৬ সালে বিতর্কিত মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে ৪ লাখ ৪৫ হাজার মানুষ নিহত এবং কয়েক লাখ নিখোঁজ হয়েছে।