সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

আচমকা বিদ্যুৎবিভ্রাটে বিপর্যস্ত ইউরোপের তিন দেশ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পিএম

আচমকা বিদ্যুৎবিভ্রাটে জেরবার স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা। অভাবনীয় এই ঘটনা থেকে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে ঘাম ছুটে যাচ্ছে দেশগুলোর কর্তৃপক্ষের। সোমবার ভোর থেকেই দেখা দিয়েছে ব্যাপক বিদ্যুৎবিভ্রাট। যার ফলে কার্যত বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর অচল হয়ে গিয়েছে, চলছে না মেট্রোও। ভেঙ্গে পড়েছে মানুষের যাপিত জীবন।

কোথাও একের পর এক মেট্রো সুড়ঙ্গে দাঁড়িয়ে রয়েছে। হাসপাতালগুলিতেও চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পর্তুগাল ও স্পেনে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। শুধু তা-ই নয়, বিপাকে পড়েছে মাদ্রিদের লা পাজ হাসপাতাল, পর্তুগালের একাধিক চিকিৎসাকেন্দ্রও। স্পেনের সীমান্তবর্তী ফ্রান্সের কিছু অংশের বাসিন্দারাও বিদ্যুৎবিভ্রাটের কথা জানিয়েছেন।

পর্তুগালের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে আচমকা সারাদেশে বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। একই অবস্থা হয় স্পেনেও। বিদ্যুৎবিহীন হয়ে যায় মাদ্রিদের বার্জাস আন্তর্জাতিক বিমানবন্দর। কিছু ক্ষণের মধ্যেই অন্য বিমানবন্দরগুলোও স্থবির হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। দেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।

বিদ্যুৎ না থাকার কারণে অচল হয়ে পড়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক। দুই দেশের বাসিন্দারা অনেকেই বলছেন, তাদের মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। ফলে পরিজনদের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না তারা। জরুরি প্রয়োজনেও কারো কাছে সাহায্য চাইতে পারছেন না।

পর্তুগিজ পুলিশ জানিয়েছে, সারাদেশে ট্র্যাফিক লাইট প্রভাবিত হয়েছে। লিসবন এবং পোর্তোতে মেট্রো এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পর্তুগাল পুলিশ জনগণকে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে। ট্র্যাফিক লাইট বিকল হওয়ার দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ধীর গতিতে গাড়ি চালানোর কথাও বলা হয়েছে। লিসবনের হাম্বার্তো ডেলগাডো বিমানবন্দরের কয়েকশো মানুষ অন্ধকারে লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের জন্য এয়ার কন্ডিশনিং বা পানি সরবরাহের ব্যবস্থাও ছিল না। দোকানেও কেবল নগদ টাকাই নিচ্ছিল।

স্পেন ও পর্তুগালের মেট্রো পরিষেবাও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। বিদ্যুৎবিভ্রাটের ফলে দুই স্টেশনের মধ্যে সুড়ঙ্গগুলোতে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন। দুই দেশেই আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। শুধু তা-ই নয়, বিপাকে পড়েছে মাদ্রিদের হাসপাতালগুলো ও পর্তুগালের একাধিক চিকিৎসাকেন্দ্র। স্পেনের সীমান্তবর্তী ফ্রান্সের কিছু অংশের বাসিন্দারাও বিদ্যুৎবিভ্রাটের কথা জানিয়েছেন।

স্প্যানিশ ট্রেন অপারেটর রেনফে জানায়, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বহু ট্রেন বাতিল করা হয়। অন্যদিকে, বিদ্যুৎবিহীন হয়ে যায় মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। দেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনায় দেশটির লক্ষ লক্ষ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে।

সবশেষ তথ্য অনুসারে, বেলজিয়ামেও বেশ কয়েকটি এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে কী কারণে এমন ঘটলো, তা এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেন এবং পর্তুগালে এই বিদ্যুৎ বিভ্রাটের পেছনে সাইবার হামলা দায়ী বলে মনে করছেন তারা। তবে পর্তুগালের প্রধানমন্ত্রী বলছেন, সাইবার হামলার কোন ইঙ্গিত এখনো তারা পাননি। স্পেন ও ফ্রান্সের কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎবিভ্রাটের কারণ এখনও অজানা।

স্প্যানিশ রেডিও স্টেশনগুলো জানিয়েছে, মাদ্রিদের আন্ডারগ্রাউন্ডের কিছু অংশ খালি করা হচ্ছে। পাশাপাশি মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে ট্র্যাফিক সিগন্যাল বন্ধ হয়ে ব্যাপক যানজট তৈরি হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর থেকে স্পেনের পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সেভিল, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকের ডেকেছে স্পেন সরকার। পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। ফোন লাইনে অতিরিক্ত চাপ এড়াতে জরুরি পরিস্থিতি ছাড়া নাগরিকদের আপৎকালীন ১১২ নম্বরে ফোন না করার জন্য অনুরোধ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে স্পেনের দু’টি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এন্ডেসা এবং ইবারড্রোলা। এই দুই সংস্থা জানিয়েছে, পুরো ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ করছেন তারা।

অন্যদিকে, পর্তুগালের জাতীয় বিদ্যুৎ কোম্পানি আরইএন (রেন) জানিয়েছে, সম্প্রতি ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অ্যালারিক পর্বতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেরপিগনান এবং পূর্ব নারবোনের মধ্যেকার একটি হাই-ভোল্টেজ বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্ভবত তার জেরেই এই বিপত্তি। তবে সাইবার হানার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তদন্ত শেষ হলেই বিদ্যুৎবিভ্রাটের কারণ জানা যাবে।

স্পেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা রেড ইলেকট্রিকা বলছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ গোটা স্পেনে বিদ্যুতের সামগ্রিক ব্যবহার ৫০ শতাংশ কমে যায়, যা দেশজোড়া ‘ব্ল্যাকআউট’-এর দিকে ইঙ্গিত করে। রেড ইলেকট্রিকা জানিয়েছে, দীর্ঘক্ষণের চেষ্টায় স্পেনের উত্তর এবং দক্ষিণাংশে ধীরে ধীরে বিদ্যুৎ পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে। তবে, প্রযুক্তিগত কারণে এই প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগতে পারে।

সমস্যার সমাধান করতে এবং বিদ্যুৎ সরবরাহ ফিরে পেতে তারা বিভিন্ন জ্বালানি কোম্পানিগুলির সঙ্গে কাজ করছে। পর্তুগালের গ্রিড অপারেটর রেডস এনার্জেটিকাস ন্যাসিওনাইস জানিয়েছে সোমবার ভোরে পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা বলেছে, কেন এমন হল তা বিশ্লেষণ করা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য সব শক্তি প্রয়োগ করা হচ্ছে।‌ এটিকে ‘একটি বৃহত্তর ইউরোপীয় সমস্যা’ বলেও অভিহিত করেছে তারা।

এআরএস
সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। এ নিয়ে নানান ধরনের আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট।
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরও ২৬টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। কয়েকশ’ কোটি ডলারের এই চুক্তিতে একক ও দুই আসনের যুদ্ধবিমান রয়েছে। সোমবার এক...
স্প্যানিশ-পেরুভিয়ান ঔপন্যাসিক ও সাহিত্যে নোবেলজয়ী কথাশিল্পী মারিও ভার্গাস য়োসা মারা গেছেন।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বায়রুকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
সুনামগঞ্জে ইউসুফ আলীর বাড়িতে প্রায় চার বছর ধরে ভাড়ায় বসবাস করছেন চানাচুর বিক্রেতা ইমন বর্মণ ও তার পরিবার। জুন মাসের বাড়ি ভাড়া দিতে তিন দিন দেরি হওয়ায় ইউসুফ আলী ইমনের ঘরে তালা মেরে দিয়ে সটকে পড়েন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আগ্রাসনবিরোধী মত ও বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে। এই চেতনা নিয়েই এনসিপি এখন রাজনীতি করছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত