সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

‘ফিতা কাটা নায়িকা’ ট্রলের কড়া জবাব দিলেন অপু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম

গ্ল্যামার জগতের তারকারা প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেন। এনিয়ে তাদের বিড়ম্বনাও কম পোহাতে হয়না। তবে হালে বেড়েছে ‘ট্রল’। সাধারণ একটি বিষয় নিয়েও নেটিজেনদের ট্রল করতে দেখা যায়।

সম্প্রতি এমন এক পরিস্থিতির শিকার হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তবে এর কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ফিতা কেটে’ এর উদ্বোধন করেন অপু। আর তাতেই সোস্যালে তাকে ‘ফিতা কাটা নায়িকা’ বলে ট্রল করা হয়। 

এ নিয়ে এতোদিন মুখ না খুললেও ঈদুল ফিতর পরবর্তী এক অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন অভিনেত্রী।   

সঞ্চালক ‘ফিতা কাটা নায়িকা’ প্রসঙ্গটি তুললে জবাবে অপু বিশ্বাস জানান, ফিতা কাটা তো একটা কাজ, একটা দায়িত্ব। এটা না করার কিছু নেই। এটা নিয়ে সমালোচনারও সুযোগ নেই।  

তিনি আরও বলেন, যাদের এই বিষয়ে জবাব দেবো তাদের তো আসলেই আমার কথা শোনার মতো যোগ্যতাই নেই। তারপরও বলছি- একজন অভিনেতা-অভিনেত্রীর কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। একজন অপু বিশ্বাসের ক্যারিয়ারের খুব অল্প দিনের নয়। অনেক পথ পেরিয়ে আমি এখানে এসেছি। আমি এ অঙ্গনে এসেই যে নায়িকা হয়ে গেছি- তা কিন্তু নয়। অনেক উত্থান-পতন পেরিয়ে আমি কিন্তু নায়িকা হয়েছি। আমাকে নিয়ে যারা এ ধরনের মন্তব্য করছে, আমি বলবো- তারা না বুঝেই এসব করছে। শুধু আমি নয়, এটা অনেকেই করে। এটা (ফিতা কাটা) তো কাজ। এটা না করার কিছু নেই। আমাকে এসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রচারের জন্য। আমি গেলে তাদের প্রচার বেশি হয়। অনেকেই এমন সুযোগ না পেয়ে নেগেটিভ মন্তব্য করেন।

ঢালিউড কুইন খ্যাত এই নায়িকা দাবি করেন, তাকে নিয়ে কথা বলে অনেকেই ভাইরাল হতে চায়।

অনুষ্ঠানের এক পর্যায়ে অপু বিশ্বাস বলেন, এসব কথায় আমি কান দিতে চাই না। আমি কাজ দিয়ে এগিয়ে যেতে চাই।

একাত্তর/এনএন/এসি
প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। তার ছেলে জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিন মানেই নতুন কোন চমক। পাঁচ তারকা আয়োজন করে হতো তার জন্মদিনের উদযাপন। জীবনের ৩২ টি বসন্ত পার করে ৩৩ বছরে পা রাখলেন আলোচিত ও সমালোচিত তারকা পরীমনি। কিন্তু...
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাণনাশের আশঙ্কা করছেন তার ভক্তরা। তাই এই প্রিয় তারকার নিরাপত্তার দাবি করেছেন তারা।
নির্মাতা প্রযোজকদের মতে ঢালিউড ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন শাকিব খান। এই নায়কের সিনেমা মুক্তি পাওয়া মানেই প্রেক্ষাগৃহে প্রাণ ফিরে আসা।
সম্প্রতি এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক শোভাযাত্রা করায় তাসনিম জারার আহবান করা ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত