পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ের ওপর থেকে খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।
শনিবার রাতে নায়ারিত রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে রোববার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় বলছে, গাড়িটি রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সাথে সংযোগকারী মহাসড়কে প্রায় ৫০ ফুট গভীর একটি গিরিখাতে পড়ে যায়।
প্রসিকিউটরের অফিস টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে বলে, প্রথম মুহূর্ত থেকেই আমরা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের প্রতি মনোযোগ দেয়ার জন্য বিভিন্ন ফেডারেল এবং রাজ্য কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করেছি।
আরও পড়ুন: সিরিয়ায় অভিযানে আইএস প্রধানকে হত্যার দাবি তুরস্কের
কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনায় ১১ জন নারী এবং সাতজন পুরুষ নিহত হয়েছে। অন্তত ১১ জন নাবালককে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
একাত্তর/এসজে