পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন।
রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আফ্রিকান প্রেস এজেন্সি দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বাসটি ফানা থেকে বামাকোর উদ্দেশে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ফানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পশ্চিম আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা অনেকটাই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ হলো, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানো।
এর আগে গেলো জুলাই মাসে মালির মধ্যাঞ্চলে দুটি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়।