ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকের একটি গ্রাম থেকে ১০ ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরাইল।
ইসরাইলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের গত একমাস ধরে বন্দি করে রাখা হয়েছিলো। গতরাতে পশ্চিম তীরের গ্রামে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়। খবর ডয়চে ভেলের।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের পাসপোর্ট নিয়ে নেয়া হয়েছিল। ইসরাইল ডিফেন্স ফোর্স (আডিএফ) ও ন্যায় মন্ত্রণালয়ের যৌথ অভিযানের ফলে তারা মুক্তি পায়। তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পাসপোর্টও ফিরিয়ে দেয়া হয়েছে। তাদের বাকি কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।
টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ওই শ্রমিকরা ইসরাইলে কাজের জন্য গিয়েছিলেন। তাদের বেশি পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় ফিলিস্তিনে। তাদের পাসপোর্ট ব্যবহার করে ইসরাইলে ঢোকার চেষ্টা করেছিলো অন্যরা।