ভারতের গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের একদিন না পেরোতেই এবার বোমাতঙ্কে শতাধিক যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।
শুক্রবার (১৩ জুন) দুপুরে থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে বোমাতঙ্কের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
লাইভ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, এআই ৩৭৯ ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং দুপুর ১২টা ৪০ মিনিটে দিল্লিতে অবতরণের কথা ছিলো। তবে এটি স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটিতে ১৫৬ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদ আছেন।
এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে তাদের লাগেজসহ নামিয়ে আনা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী এবং তাদের লাগেজ স্ক্যান করছে।
এর আগে বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে।
ভারতের পশ্চিমআঞ্চলীয় এই শহরে উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয়, তখন সেটিতে ২৪২ জন আরোহী ছিলেন। অলৌকিকভাবে এ ঘটনায় একজন বেঁচে গেছেন।