ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলছে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস। শিগগিরই এই রুটে আরও ২০টি বাস যুক্ত করার কথা জানালেন দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস।
তবে যাত্রীরা বলছেন, এই রুটে অন্য কোম্পানির বাসগুলো বন্ধ না হলে, সড়কে শৃঙ্খলা এবং যাত্রী তোলার প্রতিযোগিতা থামবে না।
ঘাটারচর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা হয়ে কাঁচপুর পর্যন্ত চলছে ঢাকা নগর পরিবহনের বাসগুলো। শঙ্কর এলাকায়ও চলে এই রুটের বাসগুলোর যাত্রী ওঠা নামা।
বাস রুট রেশনালাইজেশানের মূল কথাই ছিল এক রুটে এক কোম্পানির বাস ছাড়া অন্য কোন বাস চলবে না।
অর্থাৎ ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শংকর ঝিগাতলা, শাহবাগ মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত চলবে না অন্য কোম্পানির কোন গাড়ি।
কিন্তু অন্য কোম্পানির গাড়িতো চলছেই তার ওপর ঢাকা নগর পরিবহনের কাউন্টারের সামনেই দাঁড়াচ্ছে অন্য কোম্পানির বাসগুলো।
ফলে যাত্রী তোলার প্রতিযোগিতা চলছে আগের মতোই। যাত্রীরা বলছেন, ঢাকা নগর পরিবহনের গাড়ির জন্য রোজই তাদের দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে।
আরও পড়ুন: আরো তিন রুটে ২২৫ বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’
যদিও মেয়রের দাবি এই রুটে ঢাকা নগর পরিবহনের গাড়ি ছাড়া যাত্রীরা অন্য কোন গাড়িতে উঠছেন না। এই রুটে অন্য কোম্পানির বাস বন্ধের ব্যাপারে কোন জবাব নেই মেয়রের কাছে।
গেলো ২৬ ডিসেম্বর ৫০টি গাড়ি নিয়ে চালু হয় ঢাকা নগর পরিবহনের এই পাইলট প্রকল্প। নতুন ২০টি গাড়ি যুক্ত হলে এই রুটে গাড়ির সংখ্যা দাঁড়াবে ৭০টি।
কিন্তু অন্য কোম্পানির বাসগুলো বন্ধ করা না গেলে, শুধু গাড়ি বাড়িয়ে এর সুফল মিলবে না বলেই মনে করছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।
একাত্তর/আরএ