সেকশন

শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ৫০০

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

ভারতের কলকাতা, আগরতলা এবং মুম্বাইয়ের পর, এবার দেশটির তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভে অংশ নেয় বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা।

অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে ইতোমধ্যেই চেন্নাই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটকদের মধ্যে নারী এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরাও রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। বিক্ষোভ শেষে তারা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

বিক্ষোভস্থলটি অলওয়ারপেটে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন থেকে সাত কিলোমিটার দূরে। স্থানীয় সাংবাদিকদের দাবি, বিক্ষোভকারীরা উপহাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি।

বিক্ষোভের কারণে এজমোরের রুকমণি লক্ষ্মীপতি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রতিবাদকারীরা যাতে নিরাপত্তা বলয় ভেঙে মিছিল চালিয়ে যেতে না পারেন, সেজন্য রাস্তার বিভিন্ন প্রান্তে ব্যারিকেড বসানো হয়।

বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন হিন্দু মুন্নানি সংগঠনের প্রধান রাজু। এছাড়া, সাবেক রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজান, আরএসএস কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইস্বামী এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, কয়েক বছর আগে চেন্নাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন চালু করা হয়। সাম্প্রতিককালে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে এ ধরনের বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এআরএস
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশকে ঘিরে দেশটির বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গাজা এবং বৈরুতে ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইরান ও ইয়েমেনে বিক্ষোভ হয়েছে।
সারাদিনের নানা নাটকীয়তার পরে অবশেষে লাহোরে সমাবেশের অনুমতি পেয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার মূলত লাহোর হাইকোর্টের হস্তক্ষেপেই সমাবেশের অনুমতি...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর, ঘটনা সংশ্লিষ্ট এক হাসপাতালে ভাঙচুর করার পর দেশটিতে বিক্ষোভ আরও তীব্র হয়েছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত