সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
 

ফুরফুরা শরিফের ইফতারে মমতা, দিলেন সম্প্রীতির বার্তা

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার হুগলি জেলার ফুরফুরা দরবার শরিফে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফুরফুরা শরিফের ইফতার মাহফিলে যোগ দিয়ে সম্প্রীতির বার্তাও দিয়েছেন তিনি। মমতা বলেন, সম্প্রীতি, শান্তি, ঐক্যই আমাদের বার্তা।

মুখ্যমন্ত্রী হবার পরে এই নিয়ে তৃতীয়বার ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী। সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে হুগলির ফুরফুরা দরবার শরিফে যান তিনি। প্রথমবার গিয়েছিলেন ২০১২ সালে। এর পর দ্বিতীয়বার ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে মমতা ফুরফুরায় গিয়েছিলেন। 

এ দিন তিনি ইফতারে যোগ দিতে সেখানে যান। মাহফিলে মুখ্যমন্ত্রী বলেন, আমি খ্রিষ্টানদের অনুষ্ঠানেও যাই, ঈদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই, গুজরাটিদের ডান্ডিয়া নাচেও যাই। আমি মনে করি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম।

হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং পীরজাদা আবু বকর সিদ্দিকির নামে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সব ধর্মের মিলনক্ষেত্র। এখানে সব মানুষ সমান। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ। এ দিন তাদেরও জবাব দেন মমতা। তিনি বলেন, যখন কাশী-বিশ্বনাথে যাই তখন তো কেউ প্রশ্ন তোলেন না? কালীপুজো, দুর্গাপুজোয় গেলে প্রশ্ন তোলেন না? বাংলার মাটি সম্প্রীতির মাটি।

সম্প্রতি সংখ্যালঘুদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্য নিয়ে যে চর্চা শুরু হয়েছে তা ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি রাজনৈতিক মহলের। বিধানসভায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের পাঠ দিয়েছিলেন তিনি।  

অন্যদিকে, ইতিমধ্যেই হুমায়ুন কবীরকে শোকজ করেছিল তার দল। সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একাত্তর/এসি
এক বছরেরও কম সময় হাতে। ২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলো পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
আবারও বাংলাদেশ নিয়ে গলা চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কঠোর হুঁশিয়ারি ও উচ্চারণও করেছেন। 
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে।
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে নৃশংস ধর্ষণের পর খুনের ঘটনাকে ঘিরে এখনও উত্তাল কলকাতার রাজনীতি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত