ইউক্রেন লক্ষ্য করে এখনো লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রোববার (২৩ মার্চ) পশ্চিমা দেশগুলির কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সকলে এবার যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করুন।
জেলেনস্কির দাবি, কিয়েভ লক্ষ্য করে রোববার রাতভর অন্তত ১৫০টি ড্রোন পাঠিয়েছে রাশিয়া। বেশ কিছু ড্রোন ধ্বংস করা গেলেও কয়েকটি ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে। যার জেরে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লিখেছেন, নতুন করে রাশিয়ার ওর চাপ তৈরি করার সময় এসেছে। ইউক্রেনে এভাবে আক্রমণ চালানো তাদের বন্ধ করতে হবে। তাহলেই একমাত্র এই যুদ্ধ শেষ করা সম্ভব।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, রোববারেই সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের শান্তি আলোচনা শুরু হয়েছে। সাময়িক সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
রোববারের বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। আমরা আশাবাদী। বৈঠকে এনার্জি নিয়েও আলোচনা হয়েছে।