সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

আমাজনে মিললো হারিয়ে যাওয়া প্রাচীন শহর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

আমাজনের সবুজ গাছপালার মধ্যে হাজার হাজার বছর ধরে লুকিয়ে রয়েছে এক বিশাল প্রাচীন শহর। জঙ্গলের গভীরে দুই হাজার বছরের পুরোনো হারিয়ে যাওয়া এমন একাধিক শহর খুঁজে পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা।

তাদের মতে, হাজার বছর পর্যন্ত মানুষ সেখানে বসবাস করেছিল। বিবিসির এক প্রতিবেদন জানানো হয়েছে এসব তথ্য।

ঐতিহাসিকভাবে পশ্চিমা পণ্ডিতরা আমাজনীয় সংস্কৃতিকে আদিম এবং যাযাবর হিসেবে চিন্তা করতো। তাদের মতে আমাজনের মানুষরা শুধুই সাধারণ বসতি গড়ে তুলতে সক্ষম ছিল।

১৯৮০’র দশকে এ দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু হয় যখন প্রত্নতাত্ত্বিকরা আমাজন নদীর তীর ধরে কালো মাটির পুরু স্তর খুঁজে পায়। তারপরেও, গবেষকরা ২০২০’ র দশকে এগুলি উৎস নিয়ে বিতর্ক করে৷

কিন্তু, এ প্রাচীন শহরটি আমাজনে বসবাসকারী মানুষের ইতিহাস সম্পর্কে আমাদের পূর্ববর্তী ধারণার বদলে দেয়।

ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের তদন্ত পরিচালক অধ্যাপক স্টিফেন রোস্টেইন এ শহরটির প্রত্নতাত্ত্বিক গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তিনি জানান, এটি অ্যামাজনের সবচেয়ে পুরানো সভ্যতা। যেকোনো সভ্যতা সম্পর্কে আমাদের একটি ইউরোকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে এই সন্ধান দেখায় যে, আমাদের সভ্যতা সম্পর্কে আগের ধারণার পরিবর্তন করতে হবে।  

এ শহরটিতে এক সময়ে কত লোক বসবাস করতো, তা সঠিকভাবে অনুমান করা কঠিন। তবে গবেষকরা বলছেন, লাখ না হলেও হাজার দশেকের বেশি মানুষ সেখানে থাকতো।

প্রত্নতাত্ত্বিকরা ৩০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেকোনো আবাসিক এলাকার অনুরূপ অনেকগুলো বাড়ি খুঁজে পায়। তারা বিশ্বাস করে যে, এর মধ্যে বেশকিছু বাড়ি আনুষ্ঠানিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

সর্বশেষ অনুসন্ধানে পাওয়া ১৫টি সাইটের মধ্যে মোট ছয় হাজার অবকাঠামো পাওয়া গেছে এবং এর সবগুলো রাস্তার মাধ্যমে সংযুক্ত। এ থেকে ধারণা করা যায়, সমাজটি সুসংগঠিত ছিলো।

আরও পাওয়া যায় খাদ ও অবরুদ্ধ রাস্তা, যা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে কাজ করতো।

রোস্টেইনের দল আগেও এই উপত্যকায় খনন করেছিল এবং মেঝে, চুলা, বিশাল ঘড়া ও শানপাথর পেয়েছিলো। মৃৎপাত্রে পাওয়া শস্যের বিশ্লেষণে জানা যায়, এ প্রাচীন সভ্যতার মানুষ ভুট্টা, কাসাভা ও মিষ্টি আলু খেতো। গবেষকরা এমনকি প্রমাণ খুঁজে পেয়েছেন যে, আমাজনীয়রা বিয়ারও তৈরি করেছিলো।

 

একাত্তর/আরআর
ব্রাজিলের আমাজনের একটি শহরে বিশালাকার গর্ত বা সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এই গর্ত কয়েকশ বাড়ি গ্রাস করে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
বিশ্বের সবচেয়ে বড় সাপ এই গ্রিন অ্যানাকোন্ডা। মানুষের মাথার সমান, যার মাথা। মাত্র কয়েক সপ্তাহ আগেই ব্রাজিলের আমাজনে খোঁজ মিলেছিলো দানবাকৃতির এই সাপ। ন্যাশনাল জিওগ্রাফিকের ডিজনি  সিরিজের দৃশ্য ধারণ...
মৃত্যুর পর কী আছে? আদৌ কিছু আছে নাকি, মৃত্যু শুধুই মানব জীবনের শেষ ধাপ। এই প্রশ্ন দীর্ঘকাল ধরে ভাবিয়ে আসছে। তবে মৃত্যুর পরও জীবনের ধারাবাহিকতা ধরে রাখতে কতই না পদক্ষেপ নিয়েছে মানুষ। আর এর মধ্যে...
ব্রাজিলের আমাজনে শতাধিক ডলফিনের মৃত্যু হয়েছে। নজিরবিহীন খরা ও পানিতে অতিরিক্ত গরম এই মৃত্যুর কারণ বলে জানা গেছে। আমাজনের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ১০২ ডিগ্রি ফারেনহাইট।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত