রাজধানী ঢাকার একাধিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছয় হাজার ৪৪৫ পিস ইয়াবা, ১৫৭ গ্রাম হেরোইন, ২২ কেজি ৪৯৫ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ আগস্ট) সকাল ছয়টা থেকে রবিবার (২১ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় কিশোর হত্যা: কিশোর গ্যাংয়ের ছয়জন গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে চলতি সপ্তাহে একই অভিযোগে আরও কয়েকশ ব্যক্তিকে আটক করে ডিএমপি।
একাত্তর/আরবিএস