গাজা গণহত্যা শুরুর পর থেকেই একের পর এক প্রতিরোধের মুখে পড়ছে ইসরাইল। হামাস, হিজবুল্লাহ, আইআরআই, হুতিদের পর এবার এ গণহত্যার বিরুদ্ধে মাঠে নেমেছে মিশরীয় যোদ্ধারা। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক মিশর-ইসরাইল সীমান্তের কয়েকটি এলাকায় জায়নবাদ বিরোধী অভিযান চালিয়েছে।
'গাজা আলআন' চ্যানেলের বরাত দিয়ে মঙ্গলবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এদিকে ইসরাইলি সূত্রের বরাতে মেহের নিউজ এজেন্সি বলছে, ওই যুবকেরা ইসরাইলি সেনাদের গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। ওই ঘটনায় কয়েকজন ইসরাইলি সেনা নিহত এবং বেশ কিছু সেনা আহত হয়।
তবে তারা কখন, কীভাবে এ অভিযান পরিচালনা করেছেন এবং কতোজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমগুলো।
এর আগে গেলো রোববার জর্দানের এক ট্রাক চালক জর্দান-ইসরাইল সীমান্তের আল-কারমাহ ক্রসিংয়ে প্রবেশ করে এবং খুব কাছ থেকে দখলদার পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ওই অভিযানে কমপক্ষে তিন ইসরাইলি পুলিশ নিহত হয়। তবে শেষ পর্যন্ত ইসরাইলি সেনাদের গুলিতে তার মৃত্যু হয়।
হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায়, গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে চার হাজার ৯৭৩টি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে। ওইসব অভিযানে অন্তত ১২ জন দখলদার সেনা এবং তিন পুলিশসহ ৩৮জন ইসরাইলি নিহত এবং ২৮৫ জন আহত হয়েছে।