সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

আনার হত্যা মামলার পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

কলকাতার একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার মামলার পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর ধার্য করেছে দেশটির এক আদালত।পশ্চিমবঙ্গের বারাসাত আদালত শুক্রবার মামলার শুনানি শেষে এই দিন ঠিক করে।

এদিন মামলার অন্যমত আসামী কসাই জিহাদকে আদালতে তোলা হলেও,অসুস্থতার কারণ দেখিয়ে অপর আসামি সিয়ামকে আদালতে আনা হয়নি।পরবর্তী শুনানির দিন দু’জনকেই এক সঙ্গে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বারাসাত আদালতের সরকারি কৌসুলী এ জামান।

এর আগে,১৬ আগস্ট, মোট ১০১ জন সাক্ষী ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে,২৬৩ পৃষ্ঠার প্রথম চার্জশিট আদালতে জমা দিয়েছিল পশ্চিবঙ্গের পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। চার্জশিটে জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম রয়েছে।তবে,হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে চার্জশিটে কিছু বলা হয়নি।

তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা,চার্জশিট জমা না পড়লে অভিযুক্তদের জামিন পেতে সুবিধা হত।সেই সুবিধা না দিতেই আদালতে চার্জশিট পেশ করা হয়েছে এবং তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না।তাছাড়া,এই মামলায় মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি।

চার্জশিট অনুযায়ী,দু’জনকেই ভারতীয় দন্ডবিধি অনুযায়ী,৩৬৪,৩০২,২০১ এবং ১২০বি এবং ৩৪-এই ধারাগুলোয় মামলা হয়েছে।সবগুলোই জামিন অযোগ্য ধারা।৩৬৪ অর্থাৎ হত্যার উদ্দেশ্যে অপহরণ।আর  ৩০২ অপরাধমূলক নরহত্যা।২০১ তথ্য লোপাট এবং ১২০বি অপরাধমূলক ষড়যন্ত্র।এ ধরনের মামলায় সর্বোচ্চ রায় হিসেবে বিচারক আমৃত্যু যাবজ্জীবন বা মৃত্যু দন্ড দিতে পারে।

২৩ মে বনগাঁও অঞ্চলের গোপাল নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার হন কসাই জিহাদ।অপরদিকে,৭ জুন সিয়াম হোসেনকে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিলো কলকাতা সিআইডি।

উল্লেখ্য,গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন।সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।এরপর ১৮মে স্থানীয় থানায় গোপাল বিশ্বাস জিডি করলে তদন্ত শুরু হয়।

এরইমধ্যে পুলিশ গত ২২মে জানায় কলকাতার অভিজাত নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনসে খুন হন এমপি আনার। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেপটিক ট্যাংক এবং বর্জ্য যাওয়ার পাইপ-লাইন থেকে মাংসের টুকরো,মাথার চুল উদ্ধার করেছিল ভারতের সিআইডি।

সেগুলো আনোয়ারুল আজীমের কিনা সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।পরে সিআইডি জানিয়েছিল সেসব মানুষের দেহাংশ বিশেষ।ডিএনএ পরীক্ষা হলে বিষয়টা স্পষ্ট হবে।এজন্য ভারতে আসার কথাও ছিল আনার কন্যা ডরিনের।কিন্তু নানা কারণে আসতে পারেননি তিনি।

 

এআরএস
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
৩০ আগস্ট ২০২৪, ১৭:৫৮
আনার হত্যা মামলার পরবর্তী শুনানি ১৩ সেপ্টেম্বর
কলকাতার একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তি এবং পুলিশের তদন্ত্রে অগ্রগতি জানতে চায় পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি বিভাগ। কলকাতা সিআইডি...
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের সন্ধানে গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে কলকাতার গোয়েন্দারা।
রহস্যজনক ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের পুরো মরদেহ পাওয়ার আশা নেই। তবে, দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে সিআইডির টিম উদ্ধার ও স্থানীয় থানা পুলিশ।
বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যা এবং প্রাক্তন স্বামীকে চারবার হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে ইরিন প্যাটারসন নামে এক অস্ট্রেলিয়ান নারীর বিরুদ্ধে। 
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। আর তার জন্য অবসর ভাঙিয়ে ফেরানো হয়েছে সুনীল ছেত্রিকে। এই ঘটনায় রীতিমত রেগে আগুন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানিয়েছেন, তরুণদের সুযোগ না দিয়ে এবং তাদের...
সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত...
ইনজুরি ছিটকে দিলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএমটেন। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে, আর পুরোটা সময় লিও...
দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভেকি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত