ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টার রোববার আজারবাইজান সীমান্তের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় বিধ্বস্ত হয়েছে এবং দুর্ঘটনাস্থল থেকে আসা খবর খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। খবর রয়টার্সের
নাম প্রকাশ না করার শর্তে তেহরানের ওই কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হবার পর প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকতে পারে।
তিনি বলেন, আমরা সবাই আশবাদি, তবে হেলিকপ্টার দুর্ঘটনাস্থল থেকে আসা সবশেষ খবর খুবই উদ্বেগজনক।
যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটিতে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ান ছাড়াও আরও দুই শীর্ষ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে একজন হলেন আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলি-হাসেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন। এছাড়া, পূর্ব আজারবাইজানের গভর্নর মজিদ খোদা বক্স হেলিকপ্টারটিতে ছিলেন।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। তবে কথার মধ্যই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরিমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ শুরু করেছেন।
রাইসির ওই হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার ছিলো। সেগুলো অক্ষত অবস্থায় ফিরে এসেছে। এই দুটো কপ্টারে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাস ছিলেন। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল, তা এখনো জানা যায়নি।