সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কেমন ছিলো

আপডেট : ২১ মে ২০২৪, ০৩:৫৫ পিএম

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। তাদের মৃত্যুর পর যে বিষয়টি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, তা হলো- প্রেসিডেন্ট রাইসিকে বহন করা হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি ‘বেল-২১২’ মডেলের একটি হেলিকপ্টার প্রেসিডেন্ট রাইসিকে বহন করছিলো। এতে পাইলটসহ ১৫ জন বসতে পারেন।

ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহার করা ‘ইউএইচ-১এন’ হেলিকপ্টারের বেসামরিক সংস্করণ এটি। ইরানে এর আগে ২০১৮ সালে ‘বেল-২১২’ মডেলের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে, সেবার মৃত্যু হয়েছিলো চারজনের।

অ্যারোস্পেস কোম্পানি বেল টেক্সট্রন ১৯৬০ -এর দশকে ‘ইউএইচ-১ ইরোকোয়া’ মডেলের হেলিকপ্টারের বদলে উন্নততর বাহন হিসেবে কানাডার সামরিক বাহিনীর জন্য তৈরি করে বেল হেলিকপ্টার। একটি ইঞ্জিনের বদলে নতুন এই মডেলটিতে যুক্ত করা হয় দুটি ‘টার্বোশ্যাফট’ ইঞ্জিন। ফলে হেলিকপ্টারের শক্তি ও ধারণক্ষমতা বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণের নথিপত্র অনুযায়ী, ১৯৭১ সালে ‘বেল’ হেলিকপ্টার বাজারে এলে দ্রুতই তা যুক্তরাষ্ট্র ও কানাডার বহরে যুক্ত হয়।

‘বেল-২১২’ মডেলের হেলিকপ্টারটি যাত্রী ও পণ্য পরিবহন, যুদ্ধ সরঞ্জাম পরিবহন এবং ওয়াটার বোম্বিংসহ সকল ধরনের কাজে ব্যবহার করা যায়। এছাড়া পণ্য পরিবহনে ‘বেল-২১২’ মডেলের হেলিকপ্টারটির অভ্যন্তরীণ ক্ষমতা ২২০ ঘনফুট এবং বাহ্যিক ক্ষমতা প্রায় দুই হাজার ২৬৮ কেজি। 

বর্তমানে বেলের সবশেষ ‘সুবারু বেল-৪১২’ মডেলের হেলিকপ্টার তৈরি করা হয়েছে। এটি মূলত পুলিশ, চিকিৎসা সংক্রান্ত কাজ, সৈন্য পরিবহন, জ্বালানি শিল্প ও অগ্নিনির্বাপণ কাজের জন্য ডিজাইন করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সির সূত্র অনুযায়ী, এই মডেলটি ক্রুসহ ১৫ জন যাত্রী পরিবহন করতে পারে। 

বিভিন্ন বেসামরিক সংস্থাও এখন ‘বেল-২১২’ মডেলের হেলিকপ্টারটি ব্যবহার করে। জাপানের কোস্ট গার্ড, যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার বিভাগ ও থাইল্যান্ড পুলিশসহ বিভিন্ন সংস্থা এটি বর্তমানে ব্যবহার করছে। ইরান সরকারের কাছে এ ধরনের হেলিকপ্টার কতোগুলো আছে, তা স্পষ্ট নয়। তবে ফ্লাইট গ্লোবালের ২০২৪ সালের হিসেবে, দেশটির বিমানবাহিনী ও নৌবাহিনীর কাছে এ মডেলের ১০টি হেলিকপ্টার রয়েছে।

রোববার ইরানি প্রেসিডেন্টকে নিয়ে ‘বেল-২১২’ মডেলের যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি সরকারি কর্মকর্তাদের বহনের উপযোগী করে বিশেষভাবে তৈরি করা হয়েছিলো।

বিভিন্ন দেশের গণমাধ্যম ও জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ‘বেল-২১২’ মডেলের হেলিকপ্টারটির দুর্ঘটনায় বিধ্বস্ত হবার বেশকিছু ঘটনা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য দুর্ঘটনাগুলো হচ্ছে, ১৯৮২ সালের ১৪ সেপ্টেম্বর মেডিকেল ইভাকুয়েশন হেলিকপ্টারটি ভোরে প্রবল বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তর সাগরে বিধ্বস্ত হয়। এসময় হেলিকপ্টারটিতে থাকা ৬ জন ক্রু সাগরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

২০১২ সালের ২০ জুলাই ব্রুনাইয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বিমান বাহিনীর ব্যবহৃত ‘বেল-২১২’ মডেলটির একটি হেলিকপ্টার স্বাভাবিক আবহাওয়ায় অনুমোদিত উচ্চতার নিচ দিয়ে ওড়ার কারণে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ১২ জন নিহত ও দুই জন সদস্য আহত হন।  

বিমান চালনায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয় নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ‘বেল-২১২’ মডেলের বেসরকারি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে।

এরপর ২০১৮ সালে পারস্য উপসাগরে ইরানের ‘বেল-২১২’ মডেলের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিলো। সেসময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জনের মৃত্যু হয়।

সবশেষ রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী ‘বেল-২১২’ মডেলের হেলিকপ্টারটি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ বাহনটিতে থাকা সবাই নিহত হন।

একাত্তর/আরএ
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২১ মে ২০২৪, ১১:০২
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কেমন ছিলো
ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভারত-পাকিস্তানের চলমান সংকটের মধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে সংসদ নির্বাচন পেছানো বার্তাকে ‘দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত