সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
 

রাফাহ শহরে ইসরাইলি হামলায় নিহত ৩৫

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:০৮ পিএম

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি আশ্রয় শিবিরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। রোববার স্থানীয় সময় রাত আটটা ৪৫ মিনিটে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলি বাহিনী।

এতে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত ওই শিবিরের তাঁবুগুলোতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফাকে জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ওয়াফা জানিয়েছে, নিহতের সংখ্যা ৪০ ছুঁয়েছে। তবে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, পশ্চিম রাফাহ-এর তেল আল-সুলতান এলাকার আশ্রয় শিবিরে ইসরাইলি হামলায় ৩৫ জন নিহত এবং আরও ডজন খানেক আহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে শহরের পূর্বাঞ্চল থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। দুই সপ্তাহ আগে রাফায় স্থল আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)’র উদ্ধৃতি দিয়ে ওয়াফা আরও বলেছে, আশ্রয় শিবিরের তাঁবুর ভেতরে অনেক মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ইসরাইলি হামলায় জ্বলতে থাকা শরণার্থী শিবিরের তাঁবুগুলোর আগুন ফিলিস্তিনের সিভিল ডিফেন্স ৪৫ মিনিট পরে নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাফাহ শহরে হামাসের একটি কম্পাউন্ডে আঘাত করেছে এবং হামলাটি হামাসের গোলাবারুদ লক্ষ্য করে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করা হয়েছে। এ হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহতের দাবি করেছে আইডিএফ।

আইডিএফের প্রতিবেদন এটাই ইঙ্গিত করে যে, হামলা এবং আগুনের ঘটনার কারণে ওই এলাকার বেশ কিছু বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।

শুক্রবার ইসরাইলকে রাফাহ অঞ্চলে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। তারপরও ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

জাতিসংঘ বলছে, অভিযান শুরুর পর থেকে আট লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ থেকে পালিয়েছে। আর গাজা যুদ্ধের সময় সেখানে আশ্রয় নিয়েছে অন্তত ১০ লাখ শরণার্থী।

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার জাবালিয়া, নুসেইরাত ও গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরাইলি নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
আবারও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবারের এ হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার...
অব্যাহত ইসরাইলি হামলায় লেবাননজুড়ে প্রায় ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, প্রায় এক লাখ ১৮ হাজার...
নাসারুল্লাহর ওপর চালানো হামলায় তার সাথে সাথে হিজবুল্লাহর আরও ২০ জন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণ...
হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসারুল্লাহর মরদেহ বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলার স্থান থেকে উদ্ধার করা হয়েছে এবং তা অক্ষত রয়েছে বলে রোববার রয়টার্সকে একটি মেডিকেল সূত্র এবং একটি...
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। আর তার জন্য অবসর ভাঙিয়ে ফেরানো হয়েছে সুনীল ছেত্রিকে। এই ঘটনায় রীতিমত রেগে আগুন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানিয়েছেন, তরুণদের সুযোগ না দিয়ে এবং তাদের...
সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত...
ইনজুরি ছিটকে দিলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএমটেন। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে, আর পুরোটা সময় লিও...
দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভেকি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত