সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

হিজবুল্লাহ-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির তোড়জোড়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম

লেবাননের সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠি হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর পাল্টপাল্টি হামলা ও হুমকির ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হওয়াতে গোটা বিশ্বজুড়ে উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে উভয়পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরে উঠে পড়ে লেগেছে বিশ্ব।

ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বেশ কয়েকটি আরব রাষ্ট্র বুধবার লেবাননে ২১ দিনের ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ জন্য একটি যৌথ বিবৃতি দিয়েছে। লেবানন ও ইসরাইল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলতে থাকার মধ্যেই পশ্চিমা বিশ্ব ও আরব দেশগুলো এমন বিবৃতি দিলো।

তবে পাল্টাপাল্টি হামলা থেকে কোনো পক্ষই পিছিয়ে আসার আগ্রহ দেখাচ্ছে না। রাজধানী বৈরুতে বিমান হামলায় গত মঙ্গলবার হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছে। এই ঘটনার পর তেল আবিবে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইইউ, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের এক যৌথ বিবৃতিতে বলেছে, সীমান্তের উভয় পাশে বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে কূটনৈতিক মীমাংসার সময় এসেছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল-হিজবুল্লাহর সংঘাত বৃদ্ধির মধ্যে কূটনীতি সফল হতে পারে না। আমরা একটি কূটনৈতিক নিষ্পত্তির উপসংহারে পৌঁছতে কূটনীতির সুযোগ প্রদানের জন্য লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাই।

যুদ্ধবিরতির এমন প্রস্তাব নিয়ে বুধবার জাতিসংঘেও কূটনৈতিক তৎপরতা দেখা গেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন, প্যারিস ও ওয়াশিংটন আলোচনা এবং আরও টেকসই যুদ্ধবিরতির অনুমতি দিতে তিন সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব করছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের প্রেসিডেন্টও যৌথভাবে লেবাননে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির ওপর জোর দেন। হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় দুই নেতা এই আহবান জানান।

হোয়াইট হাউসের এক যৌথ বিবৃতিতে বলেছে, লেবাননের পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে। যুদ্ধটি ইসরাইলের বা লেবাননের জনগণের কারো স্বার্থে নয়। আমরা কূটনৈতিক প্রচেষ্টায় দু’দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

এদিকে লেবানন সরকার বলেছে, একমাত্র যুক্তরাষ্ট্রই এ যুদ্ধ থামাতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিব মনে করেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যারা সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্য ও লেবানন পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে। কারণ, ইসরাইল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র।

নিউইয়র্কে কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস আয়োজিত এক অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এ সংকট থেকে আমাদের উত্তরণে মূল ভূমিকা রাখতে পারে। এদিকে ইসরাইল বলেছে যে, তারা লেবাননে কূটনীতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে যুদ্ধবিরতি নিয়ে কিছু বলেনি।

গত সোমবার সকাল থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৫০ শিশুসহ ৫৬৯ জন নিহত ও ১৮৩৫ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন। ইসরাইলের দাবি তারা হিজবুল্লাহর শত শত ঘাঁটিতে হামলা করেছে। জবাবে হিজবুল্লাহও শত শত রকেট হামলা চালিয়েছে।

 

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫
হিজবুল্লাহ-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির তোড়জোড়
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০৪ জন।
যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্যের সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের...
ইসরাইলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর দাফন ২৩ ফেব্রুয়ারি লেবাননে অনুষ্ঠিত হবে।
গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দফায় ৩০ শিশুসহ ১১০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। বৃহস্পতিবার মুক্তি পেতে যাওয়া এ জিম্মিদের মধ্যে ৩০ শিশুও রয়েছে। অন্যদিকে হামাস গাজায় তাদের কাছে থাক...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত