মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৮৭০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ পেয়েছে ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরাইলের চলমান সামরিক প্রচেষ্টার সমর্থনে ও ব্যবহৃত সমরাস্ত্রের গুণগত মান নিশ্চিত করতে এ সহায়তা দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে পেন্টাগনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।
এই প্যাকেজের অর্থ দুইভাগে দেওয়া হয়েছে। একভাগে রয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলারের যুদ্ধকালীন অপরিহার্য সমস্ত দ্রব্য ক্রয়ের খাতে বরাদ্দ, যা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাখা হয়েছে ৫২০ কোটি মার্কিন ডলার।
বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের জটিল ও সংবেদনশীল নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নয়নে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে আয়রন ডোম নিরাপত্তা ব্যবস্থা, ডেভিড’স স্লিং ও অত্যাধুনিক উচ্চক্ষমতা সম্পন্ন লেজার প্রতিরক্ষা ব্যবস্থা।’
এই সহায়তা চুক্তি ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের পাশাপাশি ইসরাইলি নিরাপত্তার অগ্রাধিকারের অঙ্গীকারের প্রতিফলন বলেও জানায় ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইসরাইল এখন দুইটি রণক্ষেত্রে ব্যস্ত আছে, একদিকে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আর অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তাদের নিয়মিত সংঘর্ষ চলছে। ইসরাইলের সঙ্গে ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীর সংঘর্ষে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।