হামাস প্রধানের ‘মৃত্যুর আগ মুহূর্তের ফুটেজ’ প্রকাশ করেছে ইসরাইল। ড্রোনের সাহায্যে তোলা ফুটেজটি ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর ঠিক আগের মুহূর্তের ভিডিও বলে দাবি করেছে ইসরাইলি বাহিনী।
মৃত্যুর সময় সিনওয়ার বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন বলেও দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, বোমাবর্ষণে ধূলিসাৎ হয়ে যায় সামরিক ভবন। তখনই মৃত্যু হয় ইয়াহিয়া সিনওয়ারের। তিনি গুলিতে জখম হওয়ার পর একটি দোতলা বাড়িতে লুকিয়ে পড়েন। এরপর ড্রোন নামিয়ে এলাকা স্ক্যান করা হয়। সেই ফুটেজই আমরা প্রকাশ করেছি।
ফুটেজে দেখা যাচ্ছে, দেওয়াল উড়ে গেছে, শুধু ছাদটুকু টিকে আছে কোনোমতে- এরকম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি দোতলা বাড়ি। চারদিকে ধুলো উড়ছে। আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুখোমুখি দুটি সোফার একটিতে এক ব্যক্তি বসে রয়েছেন গুরুতর জখম অবস্থায়।
ফুটেজে দেখা যাচ্ছে, কথিত ইয়াহিয়া সিনওয়ারের মাথা সামনের দিকে ঝুঁকে গেছে। কোনোরকমে শরীরটা বসিয়ে রেখেছেন। বাঁ হাতে ধরা একটা লাঠি। ড্রোন কাছে যেতেই সেই লাঠিটা ছুঁড়ে মারলেন তিনি। ডান হাতে গুলিবিদ্ধ। সোফায় মুখ ঢেকে বসে রয়েছেন তিনি।