সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

ইরানে রেভ্যুলুশনারি গার্ডসে যোগাযোগযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

লেবাননে হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনার পর সাবধানতা হিসেবে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তার সব সদস্যকে সবরকমের যোগাযোগযন্ত্র ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

যোগাযোগে ব্যবহৃতসহ সবরকম যন্ত্র প্রয়োজনীয় নিরীক্ষণের পরই পুনরায় সেসব ব্যবহারের অনুমতি পাবেন আইআরজিসি সদস্যরা। সোমবার ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই দুই কর্মকর্তার একজন বলেছেন, এসব যন্ত্রের অধিকাংশই হয় দেশে উৎপাদিত, অথবা চীন ও রাশিয়া থেকে আমদানিকৃত। হিজবুল্লাহর বিস্ফোরিত বেশ কিছু যন্ত্রাংশ তেহরানে পাঠানো হয়েছে এবং ইরানি বিশেষজ্ঞরা সেগুলো পরীক্ষা করে দেখছেন বলেও জানান ওই কর্মকর্তা। 

গত মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহ সদস্যদের প্রায় তিন হাজার পেজার একযোগে বিস্ফোরিত হয়েছে। পরদিনই আবার বিস্ফোরিত হয় কয়েকশত ওয়াকিটকি। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এ ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করছে লেবানন ও হিজবুল্লাহ। উভয়পক্ষ থেকেই এ হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হচ্ছে। অবশ্য হামলায় সম্পৃক্ততার বিষয়ে এখনও কোনও বক্তব্য দেয়নি ইসরাইল।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেছেন, দেশে ইসরাইলি গোয়েন্দার অনুপ্রবেশ ও ইসরাইলের কাছে অর্থের বিনিময়ে বিক্রি হওয়া ইরানিদের নিয়েও চিন্তিত আইআরজিসি। এজন্য মধ্য থেকে উচ্চ পর্যায়ের সকল সামরিক কর্মকর্তাদের ওপর তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে এক ইরানি কর্মকর্তা বলেছেন, ‘দেশে ও দেশের বাইরে, নজরদারিতে থাকা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, তাদের ভ্রমণের ইতিহাসের মতো বিভিন্ন তথ্যও পর্যালোচনা করা হবে।’

ওই কর্মকর্তার দাবির সত্যতা যাচাই করতে ইরানের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে তাদের পক্ষ থেকে এখনও এ সম্পর্কে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রায় এক লাখ ৯০ হাজার সদস্যের আইআরজিসি বাহিনী কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ নিশ্চিত করছে, এমন প্রশ্নের কোনও উত্তর দেননি ইরানি ওই নিরাপত্তা কর্মকর্তা। তারা আপাতত এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে বার্তা পাঠিয়ে যোগাযোগ চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২
ইরানে রেভ্যুলুশনারি গার্ডসে যোগাযোগযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
ইরানের রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে নারীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। নারীদের হিজাব পরতে বাধ্য করতে ড্রোনের পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি অ্যাপও ব্যবহার করা...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজিজাদেহ বলেছেন, শিগগিরই দখলদার ইসরাইলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে। 
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা...
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত