ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আগেই সম্মত হয়েছিলো স্পেনসহ ইউরোপের চার দেশ। এরই ধারাবাহিকতায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, এ বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে তার দেশ।
সংবাদপত্র এল পাইস এবং লা ভ্যানগার্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান, কাতার এবং সৌদি আরব সফরের প্রথম দিনে জর্ডানের রাজধানী আম্মানে তিনি এ কথা বলেন।
সানচেজ বলেন, ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলে, ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে। এ বিষয়ে ইউরোপের বাকি দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্প্যানিশ সরকার।
এরইমধ্যে স্লোভেনিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড স্পেনের আহবানে সম্মতিও জানিয়েছে।
দেশগুলো বলছে, উপযুক্ত সময়েই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে।
এদিকে, এমন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইসরাইল। তারা বলছে, এটি হলে 'সন্ত্রাসী গোষ্ঠীদের' হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেয়া হবে।
১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।