সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

‘অল আইজ অন রাফাহ’

আপডেট : ২৯ মে ২০২৪, ০৪:০৫ পিএম

পই পই করে ইসরাইলের খুনে নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে না করা হয়েছিলো গাজা উপত্যকার ‘লাইফ লাইন’ হিসাবে বিবেচিত রাফাহ শহরে অভিযান না চালাতে। কিন্তু কথা শোনেননি তিনি।

মধ্যপ্রাচ্যের ‘কসাই’ হিসাবে খ্যাত নেতানিয়াহু ঠিকই তার পূর্বপকল্পিত অভিযান চালালেন সেখানে। রাফাহ শহরের শরণার্থীদের নির্দিয়ভাবে হত্যা করে করে বলছেন, ভুল হয়েছে। এ যেন ভূতের মুখে রাম নাম।

ইসরাইলি গোলায় প্রতিদিন যখন ডজন ডজন ফিলিস্তিন নাগরিকের প্রাণ কেড়ে নিচ্ছে, তখন ঘাতকদের সবচেয়ে বড় দোসর যুক্তরাষ্ট্র বলছে, ইসরাইলের রাফাহ অভিযান সীমা লঙ্ঘন করেনি। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবির এমন মন্তব্যে অবাক তাকিয়ে পৃথিবী। অথচ, রাফাহতে অভিযান না চালানোর জন্য ইসরাইলকে চাপ দিয়ে যাচ্ছিলো দেশটি। একেই মনে হয় বলে, মাছের মায়ের পুত্র শোক।

তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নষ্ট চোখে, নিরীহ মুসলিম নিধন ধরা না পড়লেও, বিশ্ব কিন্তু ঠিকই তাকিয়ে আছে গাজার রাফাহ শহরের দিকে। তাই তো সামাজিক মাধ্যমেই চোখ দিলেই দেখা যাচ্ছে, একটি বাক্য- ‘অল আইজ অন রাফাহ’। অর্থাৎ, সবার চোখ রাফাহ’তে। বিশ্বের নানা প্রান্তের মানুষ রাফাহতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্ট করছে সেখানেই আছে ‘অল আইজ অন রাফাহ’।

রোববার রাতে দক্ষিণ গাজার রাফাহ শহরে শরণার্থী শিবিরে ইসারাইলি মিসাইলে নিহত হয় ৪৫ জন। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। এ হামলার পর নেতনিয়াহুর সূর চড়িয়ে বলেছেন, এটি ‘দুঃখজনক ভুল’। শুরুতে ইহুদি সেনা দাবি করেছিল, হামাস ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। এই হামলা ঘিরে নিন্দায় সরব বিশ্ব। আর তার পর থেকেই ট্রেন্ডিং ‘অল আইজ অন রাফাহ’।

এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ডাক দিয়েছেন অনেকেই। কবে যুদ্ধ থামবে সেই অপেক্ষায় সারা বিশ্বের শান্তিকামী মানুষ। কিন্তু এখনও পর্যন্ত লড়াই থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। দেশের মাটিতেও কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। নিজের দেশেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে ইসরাইলি প্রধানমন্ত্রীকে। তার জনপ্রিয়তা এখন তলানিতে। সেই সঙ্গে নেতানিয়াহুর সঙ্গ ছাড়তে শুরু করেছেন তারই দলের নেতারা।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বলছেন, আমাদের জনগণ যখন বোমাবর্ষণের শিকার হচ্ছে তখন তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যেতে পারে না।
ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
সাত বছর পর সেই গোপন পারমাণবিক কর্মসূচির নথির জেরেই নতুন করে দেখা দিয়েছে ইরান-ইসরাইল প্রাণঘাতী সংঘাত। 
ইরান-ইসরাইল উত্তেজনা বাড়ায় বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরান প্রণালিটি বন্ধ করলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত