অবরুদ্ধ গাজা উপত্যকায় তিনদিনের এলাকাভিত্তিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজার প্রায় ছয় লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার জন্য তিনটি পৃথক অঞ্চলে এই বিরতি কার্যকর হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ডব্লিউএইচও-এর ঊর্ধ্বতন কর্মকর্তা রিক পিপারকর্ন জানান, এই টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী রোববার থেকে। প্রথমে মধ্য গাজায় তিনদিনের বিরতি দিয়ে টিকাদান শুরু হবে। এরপর দক্ষিণ গাজা ও পরে উত্তর গাজায়ও তিনদিনের বিরতি থাকবে।
এছাড়াও প্রয়োজনে প্রতিটি অঞ্চলে বিরতির মেয়াদ আরও একদিন করে বাড়ানো যেতে পারে বলেও জানিয়েছেন পিপারকর্ন।
গেলো ২৩ আগস্ট ডব্লিউএইচও নিশ্চিত করে যে, গাজা উপত্যকায় ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো টাইপ-২ পোলিও ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্যে একটি শিশু পোলিও আক্রান্ত হয়ে পঙ্গুত্ববরণ করেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর মানবিক ইউনিট বুধবার জানিয়েছে, এই টিকাদান কর্মসূচি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে। নিয়মিত মানবিক বিরতির অংশ হিসেবে গাজার জনসাধারণকে টিকাদান কেন্দ্রগুলোতে যেতে দেওয়া হবে।
গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।