সাতদিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আবারও হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। জবাবে পাল্টা আক্রমণ করছে হামাস যোদ্ধারা। এমন পরিস্থিতিতে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা দিলো ইয়েমেন।
শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, গাজায় ইসরাইলি আগ্রাসন যখন পুরোপুরিভাবে বন্ধ হবে তখনই কেবল পাল্টা আক্রমণ বন্ধ করবে ইয়েমেন। খবর পার্সটুডের।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আনাসরুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথির নির্দেশের সাথে সঙ্গতি রেখে এবং মহান ইয়েমেনি জাতি তথা স্বাধীনতাকামী আরবদের আহবানের প্রতি সম্মান রেখে ইয়েমেনি বাহিনী ইসরাইলি শত্রুর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আবার শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে।”
ইসরাইল ভূখণ্ডে হামলা চালানোর পাশাপাশি ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরাইলি জাহাজও তাদের বৈধ টার্গেটে পরিণত হবে বলেও হুমকি দিয়েছে ইয়েমেন।
গেলো সপ্তাহে ইয়েমেন উপকূল থেকে ইসরাইলি মালিকানাধীন দু'টি জাহাজ আটক করার পাশাপাশি এডেন উপসাগরে ইউএসএস মেসনের আরলে-বার্ক ক্লাস ডেস্ট্রয়ার লক্ষ্য করে দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। পরে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় একটি জাহাজ উদ্ধার করতে সক্ষম হয় তেল আবিব।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। এর পরপরই ইসরাইল গাজার ওপর বিমান হামলা শুরু করে। এছাড়া, গাজার বিভিন্ন এলাকায় ট্যাংক থেকেও গোলাবর্ষণ করে। জবাবে হামাস ইসরাইলের কয়েকটি শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। গাজার কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।