সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

ইসরাইলের বিরুদ্ধে আবারও লড়াই শুরুর ঘোষণা ইয়েমেনের

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

সাতদিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আবারও হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। জবাবে পাল্টা আক্রমণ করছে হামাস যোদ্ধারা। এমন পরিস্থিতিতে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা দিলো ইয়েমেন। 

শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, গাজায় ইসরাইলি আগ্রাসন যখন পুরোপুরিভাবে বন্ধ হবে তখনই কেবল পাল্টা আক্রমণ বন্ধ করবে ইয়েমেন। খবর পার্সটুডের।  

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আনাসরুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথির নির্দেশের সাথে সঙ্গতি রেখে এবং মহান ইয়েমেনি জাতি তথা স্বাধীনতাকামী আরবদের আহবানের প্রতি সম্মান রেখে ইয়েমেনি বাহিনী ইসরাইলি শত্রুর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আবার শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে।”

ইসরাইল ভূখণ্ডে হামলা চালানোর পাশাপাশি ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরাইলি জাহাজও তাদের বৈধ টার্গেটে পরিণত হবে বলেও হুমকি দিয়েছে ইয়েমেন। 

গেলো সপ্তাহে ইয়েমেন উপকূল থেকে ইসরাইলি মালিকানাধীন দু'টি জাহাজ আটক করার পাশাপাশি এডেন উপসাগরে ইউএসএস মেসনের আরলে-বার্ক ক্লাস ডেস্ট্রয়ার লক্ষ্য করে দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। পরে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় একটি জাহাজ উদ্ধার করতে সক্ষম হয় তেল আবিব।     

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। এর পরপরই ইসরাইল গাজার ওপর বিমান হামলা শুরু করে। এছাড়া, গাজার বিভিন্ন এলাকায় ট্যাংক থেকেও গোলাবর্ষণ করে। জবাবে হামাস ইসরাইলের কয়েকটি শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। গাজার কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
হুথি নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছে গেছে। 
গাজার সাধারণ মানুষ হামাসের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তারা দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত