সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ফাঁস

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা শেষ করার পর বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী হামাস নেতাদের হত্যা করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরাইলি গোয়েন্দাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। 

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দৈনিকটি জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশে মোসাদসহ ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো লেবানন, তুরস্ক ও কাতারসহ অন্যান্য পারস্য উপসাগরীয় দেশে বসবাসরত হামাস নেতাদের হত্যা করার জন্য তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। 

ইসরাইল বলছে, গাজা উপত্যকায় চলমান সংঘাতে হামাস পরাজিত হবে এবং হামাস সরকারের সব নেতা ও যোদ্ধা নিহত হবে। এরপর বাকি থাকবে কেবল প্রবাসী হামাস নেতারা। তখন তাদের হত্যা করা হবে।  

যদিও হামাস বলেছে, এ যুদ্ধে ইসরাইলি সেনারা অপমানজনকভাবে হারবে এবং গাজা উপত্যকা ত্যাগ করবে।

মার্কিন দৈনিকটি আরও জানিয়েছে, প্রবাসী হামাস নেতাদের হত্যা করা হবে কিনা- ইসরাইলি নেতাদের সামনে এখন আর সে প্রশ্ন নেই বরং তারা এখন এই প্রশ্ন নিয়ে কাজ করছে যে, কবে ও কোথায় তাদেরকে হত্যা করা হবে।

এর আগে নভেম্বর মাসের শেষদিকে এক বক্তব্যে ইসরাইলি প্রধানমন্ত্রী প্রবাসী হামাস নেতাদের হত্যার আভাস দিয়ে বলেন, হামাস নেতারা বিশ্বের যেখানেই থাকুক তাদের হত্যা করার জন্য তিনি মোসাদকে নির্দেশ দিয়েছেন।

অবশ্য ইসরাইলের সর্বশেষ পরিকল্পনাটি সবার সমর্থন লাভ করতে ব্যর্থ হবে বলে জানিয়েছেন মোসাদের সাবেক পরিচালক এফরাইম হেলভি। 

তিনি বলেন, ইসরাইলের এই ধরনের কর্মকাণ্ডের অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে এবং অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করতে পারে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে বলছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্য দেশে বসবাসরত ফিলিস্তিনি নেতাদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরাইলের। 

তবে গুপ্ত হামলায় সব সময় সফল হয়নি মোসাদ। ১৯৯০ এর দশকেও লেবাননের রাজধানী বৈরুতে হামাস নেতা খালেদ মিশালকে হত্যা করতে যায় ইসরাইলি গোয়েন্দারা, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
গাজায় খাদ্য সংকটের কারণে হতাশাগ্রস্ত পরিবারগুলো প্রোটিনের বিরল উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছে। এসব কচ্ছপ খোসা ছাড়ানোর পর মাংস কেটে সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছে গেছে। 
গাজার সাধারণ মানুষ হামাসের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তারা দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত