সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

মাশালসহ শীর্ষ হামাস নেতাদের শিগগিরই হত্যা করা হবে: ইসরাইল

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০২:১২ পিএম

ইসরাইলজুড়ে প্রতিরোধ যোদ্ধাদের নতুন করে অভিযান শুরুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেতানিয়াহু সরকার। এর জেরে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান খালেদ মাশালসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করার হুমকি দিয়েছে দখলদার ইসরাইল।

মিশরের বার্তা সংস্থা মিসরি আশ-শারুকের বরাতে শনিবার এ খবর জানিয়েছে ইরানভিত্তিক পার্সটুডে।   

এ বিষয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ বলেছেন, খালেদ মাশালকে হত্যা করার যে ইচ্ছা তেল আবিবের রয়েছে তা বাস্তবায়ন করবে নেতানিয়াহু সরকার। 

মাশাল ও হামাসের শীর্ষস্থানীয় নেতাদের শিগগিরই হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেন কাতজ। 

 নেতানিয়াহু (ডানে) ও ইসরাইল কাতজ (বাঁয়ে)।

এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ১৯৯৭ সালে ইসরাইলি হত্যা প্রচেষ্টা থেকে বিস্ময়করভাবে প্রাণে রক্ষা পান খালেদ মাশাল।

এ প্রসঙ্গে কাতজ বলেন, এবারের অভিযান হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যার ফলে তা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। 

তবে ইসরাইলের 'হত্যা তালিকায়' খালেদ মাশাল ছাড়াও হামাসের আর কোন কোন নেতা রয়েছেন সে বিষয়ে কিছু জানায়নি তেল আবিব।   

যদিও এবারই প্রথম নয়। এর আগেও একাধিক দেশের রাজনৈতিক নেতাদের হত্যা করেছে ইসরাইল। সবশেষ এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লার গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। 

নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া। 

গেলো জুলাই মাসে ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় নিহত হন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

তেহরানে যে ভবনে তিনি অবস্থান করছিলেন, সেই ভবনে হামলা চালায় ইসরাইল। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন।

ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।   

হানিয়া হত্যার ষড়যন্ত্রের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে এবং ওয়াশিংটনে জো বাইডেন প্রশাসনের সবুজ সংকেতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সূত্রগুলো।

হামাস প্রধানের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, হানিয়াকে হত্যার অপরাধে দখলদার ইসরাইলকে কঠিন জবাব দেয়া হবে। হামাস প্রধানের রক্তের বদলা নেয়া আমাদের দায়িত্ব বলে মনে করি।

এছাড়াও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড, গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, এমনকি ইরাকের সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন আইআরআই এ হত্যার নিন্দা জানিয়ে ইসরাইলে পাল্টা হামলার হুমকি দিয়েছে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
৩১ আগস্ট ২০২৪, ১২:২৭
মাশালসহ শীর্ষ হামাস নেতাদের শিগগিরই হত্যা করা হবে: ইসরাইল
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। ভয়াবহ এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৪২ জন।
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা "সব রকমের সম্ভাবনার" জন্য প্রস্তুত এবং "উচ্চ সতর্কতা" বজায় রেখেছে।
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও গাজার অধিবাসীদের হুমকি দিয়েছেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ আত্মসাতের অভিযোগে বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত