হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়া বলেছেন, গাজা উপত্যকার সব জায়গা থেকে ইসরাইলের সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি চুক্তি করা সম্ভব না।
আল-হাইয়া সোমবার আল-জাজিরাকে বলেন, ইহুদিবাদী সরকার পুরো অঞ্চলে আগুন লাগানোর লক্ষ্য ঠিক করেছে।
তিনি বলেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলি বন্দীদের চেয়ে ফিলাডেলফি করিডোরকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
হামাস নেতা বলেন, করিডোর নেতানিয়াহুর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কারণ তিনি বন্দীদের মূল্যহীন মনে করেন।
আল-হাইয়া আরও বলেন, নেতানিয়াহু বন্দিদের প্রতিদিন বিনিময়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব গ্রহণ করেছি, কিন্তু নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করেছেন এবং হামাসকে নতুন শর্তে আলোচনায় মনোযোগ না দেয়ার জন্য অভিযুক্ত করেছেন।