সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

অবরুদ্ধ জেনিনে খাবার ও পানির তীব্র সংকট 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিনে রোববার টানা পঞ্চম দিনের মতো অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। তথাকথিত ‘সন্ত্রাস বিরোধী’ এ অভিযানের অংশ হিসেবে জেনিনে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। 

এছাড়া ওই এলাকায় ইসরাইলি বাহিনী স্বাস্থ্য সুবিধাগুলোও বন্ধ করে দিয়েছে এবং অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেছে ফরাসি চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

জেনিন থেকে পালিয়ে যাওয়া এক বাসিন্দা তাহের আল-সাদি আল-জাজিরাকে বলেছেন, শরণার্থী শিবিরের ভেতরে খাদ্যসহ সব ধরনের মৌলিক চাহিদা বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী।

ওই এলাকায় আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেখানকার দোকানপাট ও রাস্তাঘাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে তারা। রোববার সেখানে আরও ইসরাইলি সেনা মোতায়েন করা হয়েছে।

গত বুধবার কোনও ধরনের ঘোষণা ছাড়াই জেনিনে বড় ধরনের অভিযান শুরু করে ইসরাইল। সাঁজোয়া যান, ড্রোন ও স্নাইপারদের সহায়তায় শত শত ইসরাইলি সেনা এ অভিযান শুরু করে।

জেনিন পৌরসভা জানিয়েছে, পাঁচ দিনের অভিযানে শহরের প্রায় ৭০ শতাংশ রাস্তাঘাট ও ২০ কিলোমিটার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এর ফলে জেনিনের ৮০ শতাংশ শরণার্থী শিবিরের ২০ হাজার মানুষ তীব্র পানির সংকটে ভুগছে। এ ধ্বংসাত্মক অভিযানে পাঁচ দিনে অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

জেনিন শহর থেকে আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, সেখানে কয়েক দশকের মধ্যে আমার দেখা সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান এটি।

তিনি বলেন, ‘সামরিক বাহিনীর দখলে থাকা ফিলিস্তিনিদের নিজের শহরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। শহরের রাস্তাঘাট তার নিজের নয়। নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা, তা তিনি জানেন না। এমনকি তার বাড়িটি নিরাপদ আছে কিনা, তাও তিনি জানেন না।’

গত ৭ অক্টোবর গাজারা সাথে সাথেই পশ্চিমতীরে চালানো ইসরাইলি অভিযানে অন্তত ৬৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে অন্তত ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪১
০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫
অবরুদ্ধ জেনিনে খাবার ও পানির তীব্র সংকট 
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার রামাল্লাহ শহর কার্যালয়ে অভিযান চালিয়েছে দখলদার ইসরাইল। আল-জাজিরার সংবাদে বলা হয়েছে, রোববার সকালে ৪৫ দিন কার্যক্রম বন্ধের সামরিক...
পশ্চিমতীর থেকেও ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। পশ্চিমতীরের উত্তরাঞ্চল থেকে তেল আবিবে গত সপ্তাহের ব্যর্থ আত্মঘাতী হামলার পর ইসরাইলি...
গেলো বছরের ৭ অক্টোবর গাজার হামাস সরকারের বিরুদ্ধে কথিত যুদ্ধ শুরু করে দখলদার ইসরাইল। এই যুদ্ধের সুযোগে পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা শুরু করে জায়নবাদীরা। গেলো পাঁচ মাসে পশ্চিমতীরের আরও ২৭...
তীব্র পানি সংকট দেখা দিয়েছে ভারতের দক্ষিণের শহর বেঙ্গালুরুতে। ভয়াবহ সংকট মোকাবিলায় গাড়ি ধোয়া, নির্মাণকাজ, বাগান পরিচর্যাসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় কাজে পানির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত